,

বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্টিত

স্টাফ রিপোর্টার : সবাই মিলে শপথ করি দুর্নীতিবাজদের ঘৃণা করি এই প্রতিপাদ্যে বানিয়াচংয়ে দুর্নীতি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বানিয়াচং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক)’র সভাপতি বিপুল ভূষন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি মাওলানা আতাউর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাগত সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান। গতকাল ১৪ মার্চ রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা ভূমি অফিসে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুপ্রক’র সহ-সভাপতি ও বিএসডি মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোবাশ্বির আহমদ, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভানু চন্দ্র চন্দ, সার্ভেয়ার মোঃ হাবিবুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান বলেছেন, দুর্নীতি বলতে সাধারণত আর্থিক অনিনিয়মকেই আমরা দুর্নীতি বলে থাকি। কিন্তু ন্যায়কে অন্যায় ও অন্যায়কে ন্যায় বলে চালিয়ে দেয়া ও দুর্নীতি। দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকল প্রকার অসংগতি দূরীকরণে সর্বস্তরে সচেতনতা ও প্রচেষ্ঠা প্রয়োজন। তিনি ভূমিসেবা নেয়ার ক্ষেত্রে দালাল ও মধ্যস্বত্বভূগীদের শরণাপন্ন না হয়ে সরাসরি অনলাইনের মাধ্যমে সেবা গ্রহণের উপর তাগিদ দেন।


     এই বিভাগের আরো খবর