,

ম্যাচ সেরার পুরস্কারে সাকিবকে ছুঁলেন ‘বড় ভাই’ মুশফিক

সময় ডেস্ক : খারাপ সময় কাটিয়ে ব্যাট হাতে আবারও দুর্দান্ত রূপে ফিরেছেন মুশফিকুর রহিম। সাদা বলে ফর্ম টেনে এনেছেন লাল বলেও। গতকাল শুক্রবার শেষ হওয়া ঢাকা টেস্টে বাংলাদেশের জয়ের নায়ক মুশফিক। ম্যাচের প্রথম ইনিংসে দারুণ সেঞ্চুরির পাশাপাশি দ্বিতীয় ইনিংসে খেলেছেন ম্যাচ জেতানো ৪৮ বলে ৫১* রানের অপরাজিত ইনিংস। ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। এর মাধ্যমেই তিনি বসলেন সাকিব আল হাসানের পাশে।
এই নিয়ে টেস্টে ৬ বার ম্যান অব দা ম্যাচ হলেন মুশফিক। টেস্ট অধিনায়ক সাকিবও সমান ৬ বার ম্যাচসেরা হয়েছেন। তবে সাকিব টেস্টে সর্বশেষ ম্যাচ সেরা হন ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টে। তখন পর্যন্ত মুশফিক মাত্র ৩ বার ম্যাচসেরা হয়েছিলেন। পরবর্তীতে ২০১৮ এবং ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি ডাবল সেঞ্চুরি করে ম্যাচসেরার পুরস্কার জিতে নেন। গতকাল তিনি ৬ষ্ঠ বারের মতো ম্যাচসেরা হলেন। তবে সাকিবের ৬ বার ম্যাচসেরা হতে লেগেছে ৬৬ টেস্ট, আর মুশফিকের লাগল ৮৫ টেস্ট। এছাড়াও বাংলাদেশের হয়ে ৫৬ টেস্টে ৪ বার সেরা হয়েছেন মুমিনুল হক। ৭০ টেস্টে ৩ বার তামিম ইকবাল। আজ ম্যাচ শেষে মুশফিকের প্রশংসা করতে ভুলেননি সাকিব। বয়সে জুনিয়র কিন্তু বিকেএসপির একাডেমিক সিনিয়র মুশফিককে নিয়ে সাকিব বলেন, ‘মুশফিক ভাইয়ের সঙ্গে আমি খেলছি ২০০৩ সাল থেকে, অনূর্ধ্ব-১৫ থেকে একসঙ্গে খেলছি। তখনও যেমন দেখেছি, এখনও তেমনই।’


     এই বিভাগের আরো খবর