,

ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তির বিকল্প মরিনহো!

সময় ডেস্ক : কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের কাতার বিশ্বকাপ যাত্রা শেষ হবার পর কোচ তিতে সরে গেছেন। তার জায়গায় অন্তবর্তীকালীন কোচ দিয়ে কাজ চালাচ্ছে সেলেকাওরা। নিয়মিত কোচ খুঁজছে ব্রাজিলের ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিলের প্রথম পছন্দ। কিন্তু চলতি মৌসুম শেষ হবার আগে সিবিএফের সঙ্গে ইতালিয়ান কোচ মিটিং করতেও রাজি নন। তাতে করে কোপা দেল রে’র ফাইনালে ওঠা ও চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল খেলা রিয়ালের পারফরম্যান্সে প্রভাব পড়তে পারে। এছাড়া কার্লো আনচেলত্তি ব্রাজিলের কোচ হওয়ার প্রশ্নে বরাবর বলে আসছেন, রিয়ালের সঙ্গে তার আগামী বছরের জুন পর্যন্ত চুক্তি আছে। ওই চুক্তি সম্পন্ন করার ব্যাপারে তিনি আশাবাদী। যদিও চলতি মৌসুম শেষে কার্লোর জায়গায় লস ব্লাঙ্কোসরা নতুন কাউকে দায়িত্ব দেবে বলেই মনে করা হচ্ছে। অনিশ্চয়তার কথা মাথায় রেখে কোচের ছোট্ট তালিকা করে রাখছে ব্রাজিল। সংবাদ মাধ্যম দি অ্যাথলেটিক দাবি করেছে, ইতালিয়ান ক্লাব রোমার পর্তুগিজ কোচ হোসে মরিনহোর সঙ্গে আলাপ করার কথাও ভাবছে দক্ষিণ আমেরিকার দলটি। যদিও মরিনহোর রোমা ছেড়ে সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার গুঞ্জন আছে।
স্থানীয় কোচ দিয়ে বিশ্বকাপে সাফল্য পাচ্ছে না ব্রাজিল। সেজন্য ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলের সঙ্গে পরিচিত কোচ নিয়োগ দেওয়ার কথা ভাবছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ওই তালিকায় বেনফিকা, স্পোর্টি সিপি ও ফ্লামেঙ্গোয় সাফল্য পাওয়া পর্তুগালের কোচ জর্জ জেসুস আছেন, ব্রাজিলের লিগে সাফল্য পাওয়া পর্তুগালের তরুণ কোচ আবেল ফেরেইরা এবং ব্রাজিলিয়ান কোচ ফার্নান্দো দিনিজ আছেন।


     এই বিভাগের আরো খবর