,

সৌদি আরবের আকাশে শাওয়ালের চাঁদ :: আজ ঈদ

সময় ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে শাওয়ালের চাঁদ দেখা গেছে। শুক্রবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল -ফিতর উদযাপিত হবে। গতকাল বৃহস্পতিবার পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার তথ্য জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শুক্রবার ঈদুল ফিতর উদ্যাপন করবেন সৌদি আরববাসী, সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়া।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের চাঁদ দেখা কমিটি আজ তামিরে শাওয়াল মাসের চাঁদ দেখতে পেয়েছে। এক মাস রোজা রাখার পর শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হবে। যদি কালই শাওয়ালের চাঁদ দেখা যায়, তাহলে শনিবার বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হবে।


     এই বিভাগের আরো খবর