,

বিশ্বকাপ মিস করলে দলের পরামর্শক হবেন উইলিয়ামসন!

সময় ডেস্ক : চলতি আইপিএলের প্রথম ম্যাচেই হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছেন কেন উইলিয়ামসন। ওই ইনজুরিতে তার ভারতে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপ শেষ বলে মনে করা হচ্ছে। ব্ল্যাক ক্যাপসদের কোচ গ্যারি স্টিড দলের সেরা খেলোয়াড়কে বিশ্বকাপে পাওয়ার আশা করছেন। তবে ইনজুরির কারণে উইলিয়ামসন বিশ্বকাপ মিস করলে তাকে মেন্টরের দায়িত্ব দেওয়া হতে পারে। গ্যারি স্টিড বলেছেন, ‘দেখুন, তার অবস্থা জানতে অপেক্ষা করতে হবে। তার অস্ত্রোপচার হয়েছে এবং তা সফল হয়েছে। মাঠে ফেরার প্রক্রিয়ায় সে একেবারেই প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাকে ফিরতে মাইলফলক ছুঁতে হবে। সে ফিরতে পারবে কিনা তা এখনও অনিশ্চিত। তবে তার মতো বিশ্বমানের ও সামর্থ্যের একজনকে আমি বাদ বলে দিতে পারি না।’
বিশ্বকাপে কেন উইলিয়ামসন খেলতে না পারলে পরামর্শক হিসেবে দলের সঙ্গে থাকার প্রশ্নে গ্যারি স্টিড বলেন, ‘অবশ্যই, (আমরা তাকে পরামর্শক হিসেবে নিতে পারি)।’ এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) সরকারের থেকে প্রয়োজনীয় ছাড়পত্র না পাওয়ায় আইসিসি বিশ্বকাপের ভেন্যু ও সূচি চূড়ান্ত করতে পারছে না। যে কারণে পরিকল্পনা সাজানো যাচ্ছে না বলেও মন্তব্য করেছেন কিউই কোচ।
তিনি বলেছেন, ‘সূচি এখন প্রকাশ পায়নি। সুতরাং আমাদের বিশ্বকাপ নিয়ে তেমন কাজ করার মতো কিছু নেই। কোথায় খেলা হবে, সূচি কেমন হবে এসব না জেনেই আমাদের সম্ভাব্য খেলোাড়দের অপশন তৈরি করে রাখতে হচ্ছে। পরিকল্পনা চূড়ান্ত করাও কিছুটা ঝামেলার হয়ে যাচ্ছে। এটি আবার অন্যদের খেলার সুযোগ করে দিচ্ছে।’


     এই বিভাগের আরো খবর