,

বাফুফের বিরুদ্ধে অভিযোগ নিয়ে দুদকে ব্যারিস্টার সুমন

সময় ডেস্ক : বারবার বিতর্কিত হচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কয়েক দিন আগে সাধারণ সম্পাদকের পদ থেকে আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে ফিফা। মঙ্গলবার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাংবাদিকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন। সেখানে আবার তাল মিলিয়েছেন সহসভাপতি কাজী নাবিল আহমেদ। বিতর্কিত এই বাফুফে কমিটির বিরুদ্ধে এবার দুদকে আবেদন করেছেন ব্যারিস্টার সুমন। গতকাল বুধবার সকালে দুদক কার্যালয়ে আবেদন করতে যান সুমন ও তার সহযোগীরা।
এ বিষয়ে ব্যারিস্টার সুমন সাংবাদিকদের জানান, ‘১৮ কোটি মানুষ যদি বাংলাদেশে থাকে, তাহলে ১৮ কোটিই ফুটবল ফেডারেশনের এসব দুর্নীতির বিষয়ে জানে। এখন আন্তর্জাতিকভাবেও সবাই জানে যে ফুটবলেও এমন দুর্নীতি হয় বাংলাদেশে। সোহাগের ইস্যুতে যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কাজ শুরুর আগেই দুজন পদত্যাগ করেছেন। তাহলে আপনারা বোঝেন কী তদন্ত হবে।’ তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের বাবা-মাকে নিয়ে যা বলেছেন সালাউদ্দিন, তা নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে এটাই বলব যে, পুলিশ বা বিভিন্ন ডিপার্টমেন্টে ডোপ টেস্টের ব্যবস্থা থাকে। শরীরে যদি মাদক থাকে তাহলে তাকে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়। ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদেরও যদি ডোপ টেস্টের ব্যবস্থা থাকত, তাহলে দায়িত্বের চেয়ারে বসে হয়তো কথা বলতে পারতেন না, অনেক আগেই চাকরিচ্যুত হতেন।’


     এই বিভাগের আরো খবর