,

সব হারুন ‘ওসি হারুন’ নয়

সময় ডেস্ক : ‘এ বিষয়ে দুটি কথা আছে আমার। প্রথমত, সব হারুন এক নয়। দ্বিতীয়ত, ওসি হারুন কাজ করে মাথা দিয়ে, হাত দিয়ে নয়। এতটুকুই।’ বললেন আলোচিত ওয়েব সিরিজ ‘মহানগর’ নির্মাতা আশফাক নিপুন। সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় আসে হারুন নামটি। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে এমন মন্তব্য করেন নির্মাতা নিপুন। ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানায় নিয়ে বেদম মারধরের ঘটনায় আলোচিত পুলিশ কর্মকর্তা হারুন অর রশিদকে সাময়িক বহিস্কার করা হয়েছে। হারুন অর রশিদ ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে ছিলেন। গত শনিবার রাতে শাহবাগ থানায় নিয়ে তিন ছাত্রলীগ নেতাকে মারধরের বিষয়টি রোববার জানাজানি হওয়ার পর দুপুরে তাঁকে রমনা বিভাগ থেকে প্রত্যাহার করে ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়েছিল। পরে সন্ধ্যায় তাঁকে কক্সবাজারের আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এবিপিএন) বদলি করা হয়েছে এবং গতকাল তাকে সাময়িক বহিস্কার করা হয়েছে। এ ঘটনা নিয়ে নানা আলোচনার পরিপ্রেক্ষিতে অনেকে আশফাক নিপুনের আলোচিত সিরিজ ‘মহানগর’-এর চরিত্র ‘ওসি হারুন’-এর সঙ্গে এডিসি হারুনকে মিলিয়ে ফেলেছেন। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয় আশফাক নিপুনের সঙ্গে। তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, এই এডিসি হারুন সেই ‘মহানগর’-এর ওসি হারুন কি না? জবাবে পরিচালক পরিষ্কার করে বলেছেন, ‘না না, এই এডিসি হারুন, “মহানগর”-এর ওসি হারুন নয়। শুনেছি, এডিসি হারুন ছাত্রলীগের দুই বড় নেতাকে বেদম মারধর করে হাসপাতালে পাঠিয়েছে। কিন্তু ওসি হারুন এত বড় ভায়োলেন্স ঘটাতে পারে না। মানুষকে এভাবে রক্তাক্ত করতে পারে না। সে বড়জোর কয়েকটা চড় মারতে পারে।’
২০২১ সালের জুনে ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পায়। এতে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, লুৎফর রহমান জর্জ। দীর্ঘ বিরতির পর চলতি বছরের ২০ এপ্রিল মুক্তি পেয়েছে ‘মহানগর–২’। প্রথম মৌসুমের মতো দ্বিতীয় মৌসুমেও ওসি হারুন চরিত্রে অভিনয় করে আলোচিত হয়েছেন অভিনেতা মোশাররফ করিম। সিরিজের শেষ ভাগে আবির্ভূত হন অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে পাওয়া গেছে। এ ছাড়া শ্যামল মাওলা, আফসানা মিমি, ফজলুর রহমান বাবু, বৃন্দাবন দাস, তানজিকা আমিনসহ আরও অনেকে রয়েছেন।


     এই বিভাগের আরো খবর