,

বিজয় দিবসে প্রীতি ক্রিকেট ম্যাচে বাশারদের হারালেন নান্নু-সুজনরা

সময় ডেস্ক : অন্যবারের মত এবারও শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিজয় দিবসের প্রীতি ক্রিকেট ম্যাচ। উত্তেজনাপূর্ণ লড়াইয়ে শহীদ মুশতাক একাদশকে ৭ উইকেটে হারিয়েছে শহীদ জুয়েল একাদশ। দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরা হয়েছেন জুয়েল একাদশের ফয়সাল হোসেন ডিকেন্স।
আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১৫ ওভারে সাত উইকেটে ১২৯ রান তোলে শহীদ মুশতাক একাদশ। দলটির হয়ে ইনিংস সর্বোচ্চ ৩৫ রান করেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক তুষার ইমরান। ২৬ বলে খেলেছেন ঝোড়ো ইনিংস। ছয়টি চারের পাশাপাশি এক ছক্কার মারে এনে দিয়েছেন দলের বড় সংগ্রহ। এ ছাড়া ১৪ বলে ২৩ রান করেন দেশের ক্রিকেটের প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। এহসানুল হক সেজান, হাবিবুল বাশার সুমন এবং নিয়ামুর রশিদ রাহুল তিন জনই ১৪ রান করে সংগ্রহ করেন। শহীদ জুয়েল একাদশের হয়ে ২১ রান খরচায় দুই উইকেট নেন জাভেদ ওমর বেলিম।
রান তাড়ায় শুরুতেই জাভেদের উইকেট হারায় শহীদ জুয়েল একাদশ। তবে রফিক ও ডিকেন্স দলের হাল ধরেন। ১১ বলে ১৮ রান করেন রফিক। অন্যদিকে ফিফটি হাঁকিয়ে ৪৩ বলে ৬৬ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন ডিকেন্স। ৮ বলে ৭ রান করে আউট হন মিনহাজুল। ১৬ বলে ৩৩ রান করেন ডলার মাহমুদ। তাতেই ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় শহীদ জুয়েল একাদশ। ২ উইকেট শিকার করেন রাজ্জাক।
শহীদ মুশতাক একাদশ : মেহরাব হোসেন অপি, তুষার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোর্শেদ আলী খান সুমন, হাসানুজ্জামান ঝড়ু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দীন আহমেদ বাবু, আব্দুর রাজ্জাক, মিজানুর রহমান বাবুল, গাজী আশরাফ হোসেন লিপু, মোহম্মদ আলী।
শহীদ জুয়েল একাদশ : জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জিএস হাসান তামিম, ডলার মাহমুদ, রবিউল ইসলাম, ফাহিম মুন্তাসির সুমিত, ফয়সাল হোসেন ডিকেন্স, সাজেদুল ইসলাম, এ এস এম রকিবুল হাসান।


     এই বিভাগের আরো খবর