,

হাথুরুর চোখে ভয়ডরহীন ক্রিকেট খেলেছে তরুণ ক্রিকেটাররা

সময় ডেস্ক : প্রায় তারুণ্যনির্ভর এক দল নিয়ে নিউজিল্যান্ড সফরে গিয়েছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজে মুশফিকুর রহিম ছাড়া এবার নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলটা তুলনামূলক তরুণই বলা যায়। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে এই দলই নিউজিল্যান্ডে প্রথমবার ওয়ানডে ও টি-টোয়েন্টিতে জয় এনে দিয়েছে বাংলাদেশকে।
রোববার মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে প্রথমবার সিরিজ জয়েরও সুযোগ ছিল বাংলাদেশের সামনে। যদিও শেষ পর্যন্ত আশা জাগিয়েও সিরিজের শেষ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের কাছে বৃষ্টি আইনে ১৭ রানে হেরেছে টাইগাররা।
সিরিজ জিততে না পারার কিছুটা আক্ষেপ থাকলেও দলের পারফরম্যান্সে খুশি বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে লঙ্কান এই কোচ বলেন, ‘সিরিজের শুরুতেই আমরা বলছিলাম আগে এখানে কী করেছি। আর আমরা তার চেয়ে ভালো করতে চাই। এদিক থেকে এটা খুব সফল একটা সফর।’
হাথুরুসিংহে বলেন, ‘ওরা যেভাবে খেলেছে, সত্যিই দুর্দান্ত। একদম ভয়ডরহীন ক্রিকেট খেলেছে পুরো দল। সিনিয়রদের ছাড়াই যেভাবে লড়েছে ওরা, এক কথায় চমৎকার। সিনিয়ররা নেই, এই বিষয়টি ওরা বুঝতে দেয়নি। ওদের মানসিকতায় কোনো পরিবর্তন আসেনি। নিজেদের মতো করে খেলে গেছে। নিজেদের খেলাটা উপভোগ করেছে। এটি প্রশংসার দাবি রাখে।’


     এই বিভাগের আরো খবর