,

ব্যাটিংয়ের জন্য সময় চেয়েছেন সাকিব

সময় ডেস্ক : খুলনা টাইগার্সের বিপক্ষে ১৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ১৩২ রানে গুটিয়ে গেছে রংপুর রাইডার্সের ইনিংস। এ ম্যাচে রংপুরের হার থেকে বেশি আলোচনা দলটির অলরাউন্ডার সাকিব আল হাসানকে ঘিরে। সিঙ্গাপুর থেকে চোখের চিকিৎসা করে ফেরা সাকিব কোনো অনুশীলন ছাড়া গতকালের ম্যাচ খেলতে নেমে নিষ্প্রভ ছিলেন। বল হাতে ৪ ওভারে ২১ রান দিয়ে উইকেটশূন্য থাকার পাশপাশি ব্যাটিংয়ে ৪ বল খেলে করেন ২ রান।
সাকিবকে নিয়ে বেশি আলোচনা তার ব্যাটিং পজিশন নিয়ে। গতকাল আট নম্বরে ব্যাট করেন তিনি। কারণ জানিয়ে রংপুরের হেড কোচ সোহেল ইসলাম বলেন, ‘সাকিব অনেকদিন ছিল না। আপনারা সবাই জানেন একটু চোখে সমস্যা আছে। এখান থেকে আসলে বোলিংটা করা যায়, ব্যাটিংটা করতে গেলে কিছু প্রস্তুতির ব্যাপার আছে। যেহেতু ওই প্রস্তুতি নিতে পারেনি এজন্য ওপরে ব্যাট করেনি।’
ব্যাটিংয়ে ছন্দে ফিরতে ফ্র্যাঞ্চাইজি দলটির কাছে সাকিব সময় চেয়েছেন বলে জানালেন সোহেল, ‘আমার সঙ্গে যেটা কথা হয়েছে যে কিছুদিন গেলে আস্তে আস্তে (ঠিক হয়ে যাবে)। ওর একটু সময় দিতে হবে। কয়েকটা দিন বা সেশন গেলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় চলে আসবে। এই সময়টা তো দিতেই হবে।’


     এই বিভাগের আরো খবর