,

বিপিএল থেকে সরে গেলেন সিলেটের অধিনায়ক মাশরাফি

সময় ডেস্ক : বহু বিতর্ক আর প্রশ্নের মুখোমুখি হওয়ার পর ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল থেকে সরে গেলেন সিলেট স্ট্রাইকার্স অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। দল থেকে সরে গিয়ে আপাতত জাতীয় সংসদে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন সাবেক টাইগার অধিনায়ক।
এদিকে মাশরাফির পরিবর্তে দলের সহ-অধিনায়ক মোহাম্মদ মিঠুন অধিনায়কের দায়িত্ব পালন করবেন। গতকাল বুধবার দলের পক্ষ থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
তবে সিলেটের প্রত্যাশা নিজের রাজনৈতিক ক্যারিয়ারের পর সুযোগ পেলে আবারও দলের সঙ্গে যুক্ত হবেন তিনি। বিজ্ঞপ্তিতে দলের পক্ষ থেকে মাশরাফির এতদিনের নেতৃত্বের জন্য ধন্যবাদ বার্তাও দেওয়া হয়েছে।
বিপিএলের চলতি সংস্করণে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে ১টি উইকেট পেয়েছেন মাশরাফি। তার সিলেটও ৫ ম্যাচ খেলে এখনও জয় তুলতে পারেনি।


     এই বিভাগের আরো খবর