,

ইন্ডাস্ট্রি চাঙ্গা রাখতে এখনো কাজ করে যাচ্ছি -অপু

সময় ডেস্ক : ‘সকালে হলেই যে যার মত কাজে যেতে হয়। সন্ধ্যা হলে আবার ঘরে ফেরা। এর মধ্যে আরও কত কিছু। আমার মনে হয়, মানুষের জীবন একটা অভিনয়। বাস্তব জীবনের কিছু অংশ আমরা পর্দায় তুলে ধরার চেষ্টা করি। আমি নৃত্যশিল্পী। ছোট থেকে এটাই আমার শিক্ষা। আমার শুরুটাই হয়েছে এই মাধ্যম দিয়ে। নৃত্যের সঙ্গে থাকা সমস্তকিছু অভিনয়ের সঙ্গে মিলে যায়। তাই যখন অভিনয় করি তখন চেষ্টা করি নিজের মধ্যে থাকা সমস্ত প্রতিভা কাজে লাগাতে। নতুন সিনেমা ‘ট্রাপ’-এর ক্ষেত্রের সেটাই করেছি।’ গতকাল শনিবার বিকেলে রাজধানীর আফতাব নগরে ‘ট্রাপ’ সিনেমা নিয়ে সম্মেলনে কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস।
নিজের কাজ নিয়ে অপু বলেন, ‘যারা আমাকে পছন্দ করে না তাদের কাছে তো আমার কোনো কাজই ভালো না। আমার কাজ একজন মানুষ কীভাবে নিচ্ছে সেটার দেখার সময় বা মানসিকতা আমার নেই। আমি কি কাজ করছি সেটাই গুরুত্বপূর্ণ বিষয়। ইন্ডাস্ট্রিকে চাঙ্গা রাখতে এখনো আমি কাজ করে যাচ্ছি। সেটা আপনারা দেখেছেন। বিগত দুই বছর ধরে আপনারা কি লিড করছেন। সেটা আপনাদের কাছেই ছেড়ে দিলাম।’
অপু বিশ্বাস বলেন, ‘ট্র্যাপ ছবিটি আপনি আপনার গার্লফেন্ড, বন্ধু, স্ত্রী, বোন অথবা সহকর্মী, সহপাঠীদের নিয়ে হলে গিয়ে দেখুন। যুগ যত ডিজিট্যাল আর প্রযুক্তি নির্ভর হচ্ছে জনজীবনে প্রযুক্তিগত সমস্যাও বাড়ছে। এই মুভিতে তেমনি সোশ্যাল ট্র্যাপ নিয়ে নির্মিত। আপনাদের ভালো লাগবে। ছবিতে অনেক ইনফরমেশন পাবেন এবং ও সহজ কীভাবে নিজেকে এ ধরনের ট্র্যাপ থেকে মুক্ত রাখবেন সেই মেসেজ পাবেন।’ এই সিনেমায় অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী। তিনি বলেন, ‘প্রযুক্তির এই যুগে মানুষ কোনো না কোনোভাবে ট্র্যাপে পড়ছে। হ্যাকিংয়ের শিকার হয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অনেকটা সাইন্স ফিকশন ধাঁচের সিনেমা ‘ট্র্যাপ’।’
আগামী ৯ ফেব্রুয়ারি সারাদেশে মুক্তি পাচ্ছে দ্বীন ইসলাম পরিচালিত ‘ট্রাপ’। এতে আরও করেছেন মিশা সওদাগর, আমান রেজা, তাহমিনা মৌ, এল আর খান সীমান্ত, হারুন কিসিঞ্জার, হায়দার আলী, জাদু আজাদসহ অনেকে।


     এই বিভাগের আরো খবর