,

সালাউদ্দিন বাংলাদেশ দলের কোচ নন :: অবাক মঈন আলী

সময় ডেস্ক : বিপিএলের গত তিন মৌসুম কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলছেন মঈন আলী। দলটির সেরা পারফর্মারদের একজন ইংলিশ অলরাউন্ডার। এবার মঈন অবশ্য একটু দেরিতেই দলের সঙ্গে যোগ দিয়েছেন। সাত ম্যাচ পর এসে কুমিল্লার সর্বশেষ দুটি ম্যাচ খেলেছেন।
গত ম্যাচে ঝোড়ো এক ফিফটিও করেছেন। কুমিল্লার হয়ে খেলার সুবাদে বেশ কাছ থেকে দলটির প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে দেখেছেন মঈন। ইংলিশ অলরাউন্ডার জানিয়েছেন, তিনি কাজ করেছেন এমন কোচদের মধ্যে সেরা পাঁচে থাকবেন সালাউদ্দিন।
গতকাল কুমিল্লার অনুশীলনের ফাঁকে মঈন বলেছেন, ‘আমি যাদের সঙ্গে কাজ করেছি, তাদের মাঝে সে সেরা কোচ। আমার মতে, অবশ্যই সে বাংলাদেশের সেরা কোচ। আমি অবাক হয়েছি সে বাংলাদেশের প্রধান কোচ নয়। আমি জানি না সে কখনো কাজ করেছে কিনা। আমার কাজ করা কোচদের মাঝে বিশ্বের সেরা পাঁচের মাঝে একজন সে।
কুমিল্লার হয়ে খেলাটা উপভোগ করেন জানিয়ে মঈন আরো যোগ করেন, ‘এখানে খেলতে স্বস্তিবোধ করি। কুমিল্লার হয়ে খেলতে আমি খুবই পছন্দ করি। শুরু থেকেই আমাদের দল সবসময় ভালো। ৩ বছর হয়ে গেল, খুবই উপভোগ করছি।


     এই বিভাগের আরো খবর