,

‘টাইমড আউট’ ভুলে গেছে দু’দলই

সময় ডেস্ক : বাংলাদেশ-শ্রীলঙ্কার লড়াই ক্রিকেটে ক্লাসিকো ম্যাচে পরিণত হয়েছে। দুই দলের মধ্যে মাঠে যেমন লড়াই জমছে। তেমনি কথার লড়াই, স্লেজিং, ধাক্কাধাক্কি বাড়তি আলো কেড়েছে। সেই নিদাহাস ট্রফিতে নুরুল হাসান সোহানের সঙ্গে লঙ্কানদের দ্বন্দ্ব। নো বল ইস্যুতে ক্রিকেটারদের মাঠ ছাড়ার ইঙ্গিত দেন সাকিব আল হাসান। ম্যাচ জিতে মুশফিক নাগিন ড্যান্স দেন।
ওই ঘটনার রেশ ছিল সর্বশেষ বিশ্বকাপ ম্যাচেও। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে দলটির অভিজ্ঞ ক্রিকেটার অ্যাঞ্জেল ম্যাথুসকে ‘টাইমড আউট’ করেন সাকিব আল হাসান। নির্ধারিত সময়ে ক্রিজে এসে বল খেলার জন্য প্রস্তুত হতে পারেননি তিনি। ওই ম্যাচে হারের পর সংবাদ সম্মেলনে এসে ‘কড়া-কড়া’ কথা বলেছিলেন ম্যাথুস।
ওই ঘটনার পর দুই দল আবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে মাঠে নামছে। আজ সোমবার সিলেট স্টেডিয়ামে টি-২০ সিরিজ শুরুর আগে দুই দলের পক্ষ থেকেই অবশ্য বলা হয়েছে, যা ঘটে গেছে তা অতীত। বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল শান্ত ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে এসেও বলেছেন, এসবের প্রভাব ম্যাচে পড়বে না।
শ্রীলঙ্কার কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘দুই দলই খুব ভালো। আশা করবো, দারুণ প্রতিযোগিতাপূর্ণ ম্যাচ হবে। অতীতে যা ঘটেছে, আমার মতে তা ইতিহাস হয়ে গেছে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ হলো, সামনে যেটা অপেক্ষা করছে সেখানে মনোযোগ রাখা।’
বাংলাদেশ দলের নতুন অধিনায়ক শান্তও জানিয়েছেন, দুই দলই ভালো। নতুন এই লড়াইয়ে অতীতের ঘটনা প্রভাব ফেলবে না। বাংলাদেশ ঘরের মাঠে খেলায় বাড়তি কিছু সুবিধা পাবে বলেও মনে করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ জয়ের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী তিনি।


     এই বিভাগের আরো খবর