,

হৃদয়কে আইসিসির জরিমানা

সময় ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটার তাওহিদ হৃদয়কে জরিমানা করেছে আইসিসি। শনিবার সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, তাওহিদ আইসিসি কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার এবং প্লেয়ার সাপোর্ট পার্সোনেলের ধারা ২.২০ ভঙ্গ করেছেন, যা খেলার চেতনার পরিপন্থী আচরণ। তৌহিদের শাস্তিমূলক রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাংলাদেশের ইনিংসের চতুর্থ ওভারে আউট হন তাওহিদ হৃদয়। প্যাভিলিয়নে ফেরার পথে তিনি শ্রীলঙ্কার খেলোয়াড়দের সঙ্গে অখেলোয়াড় সুলভ আক্রমণাত্মক আচরণ করেন। এ ঘটনায় মাঠের আম্পায়ার শরফুদ্দৌলা সৈকত ও তানভীর আহমেদ এবং তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার মাসুদুর রহমান অভিযোগ গঠন করেন। পরে তৌহিদ তার অপরাধ স্বীকার করেছেন।


     এই বিভাগের আরো খবর