,

‘শর্ত দিয়ে খেলবে, কথাটা খারাপ দেখায়’ :: তামিম প্রসঙ্গে সুজন

সময় ডেস্ক : তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন কি, ফিরবেন না- তা নিয়ে অনেকদিন ধরেই জল্পনাকল্পনা চলছে। বিপিএলে শেষে এর একটা সমাধান মিলবে বলা ধারণা করা হচ্ছিল। বিপিএল ফাইনালের পর সংবাদ সম্মেলনে এসে তামিম জানিয়েছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’ এরপর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছিলেন, তামিমের সঙ্গে বসে এ ব্যাপারে কথা বলবে বিসিবি।
এর মধ্যে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তিনবার বৈঠকে বসে তামিম একই কথা বারবার বলেছেন। কী সেই কথা, তা বিসিবিই জানাবে। দেশের একটি বেসরকারি টিভিতে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলে ফেরা, অবসর ছাড়াও নানা বিষয়ে কথা বলেছেন তামিম। এক প্রশ্নের জবাবে সাবেক এই অধিনায়ক বলেন, ‘জিনিসটা এমনভাবে (দেখানো) হচ্ছে, যেন আমি ঝুলিয়ে রেখেছি। আসলে এটা ঠিক না। আমার সাথে বিসিবির অলরেডি তিনবার বসা হয়ে গেছে। পাপন ভাইয়ের সাথে বসেছি, তদন্ত কমিটির সাথেও বসা হয়েছে। তো নিশ্চয়ই কোনো একটা বিষয়ে বসা হয়েছে। আমি আমার জায়গা থেকে প্রথম থেকেই পরিস্কার (ক্লিয়ার) ছিলাম। এখানে নতুন করে আমার পক্ষ থেকে তাদের কাছে কোনো কিছু বলার নাই। এখন উনারা আবার বসতে চাচ্ছে।’
তামিম জাতীয় দলে ফিরবেন কি না, সেটাই এখন বড় প্রশ্ন দেশের ক্রিকেটে। উত্তরটা তামিম এর আগেও দিয়েছেন, আবারও বললেন, ‘একটা জিনিস ভুল। আমি বলেছিলাম যে, আমাকে ফেরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং ঠিক করতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে, এটা আমি কখনো বলব না।’
তামিমের ফেরা নিয়ে সর্বক্ষেত্রে যেই চর্চা হচ্ছে, তা নিয়ে বিরক্ত বিসিবি পরিচালক ও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। তিনি সরাসরি তামিম ইকবালের ইস্যু নিয়ে সমালোচনা করেছেন। তার মতে, ‘জাতীয় দল সবার আগে প্রাধান্য পাবে। এখানে শর্ত দিয়ে ফেরা শোনাটাই খারাপ লাগে।’


     এই বিভাগের আরো খবর