,

ভিনিসিয়ুস প্রতিপক্ষকে ভাসাচ্ছেন গোলে :: নিজে ভাসছেন কার্ডে

সময় ডেস্ক : ভিনিসিয়ুস জুনিয়র মানেই যেন আলোচনা আর উত্তাপ। সম্ভবত এই মুহূর্তে ফুটবল দুনিয়ার সবচেয়ে বর্ণিল চরিত্রও ভিনি। কখনো গোল করে মুগ্ধতা ছড়াচ্ছেন, কখনো আলোচনায় আসছেন বর্ণবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হয়, কখনো আবার সমালোচিত হচ্ছেন মাঠে বিতর্কিত কাণ্ডে জড়িয়ে। ভিনিসিয়ুসের বৈচিত্র্যময় চরিত্রের কিছুটা ধারণা পাওয়া যাবে সর্বশেষ চার ম্যাচের দিকে তাকালে। এই চার ম্যাচের প্রতিটিতে গোল করেছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। একই সঙ্গে প্রতিটি ম্যাচে দেখেছেন হলুদ কার্ডও। এই চার ম্যাচে ভিনির গোল ও কার্ডের পরিসংখ্যান এ রকম ৬ গোল, ৪ হলুদ কার্ড। এ নিয়ে চলতি মৌসুমে ভিনি সব মিলিয়ে হলুদ কার্ড দেখলেন ৮টি। যেখানে শুধু লা লিগাতেই তিনি দেখেছেন ৫টি হলুদ কার্ড, যা তাঁকে রিয়ালের পরের ম্যাচ থেকেও ছিটকে দিয়েছে। ফলে আন্তর্জাতিক বিরতি শেষে আগামী ১ এপ্রিল অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে দর্শকের ভূমিকায় থাকতে হবে এই ব্রাজিলিয়ান উইঙ্গারকে।
চলতি মৌসুমে লা লিগায় ভিনি প্রথম হলুদ কার্ডটি দেখেছেন ২১ অক্টোবর। লা লিগায় সেভিয়ার সঙ্গে রিয়ালের ১-১ গোলের ম্যাচে সেভিয়ার ওরহান নাইল্যান্ডকে ধাক্কা দিয়ে কার্ড দেখেন তিনি। এরপর ২৩ বছর বয়সী এ তারকা খেলোয়াড় দ্বিতীয় হলুদ কার্ডটি দেখেন ৫ নভেম্বর। রায়ো ভায়েকানোর বিপক্ষে গোলশূন্য ড্রয়ের রাতে রেফারির সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে দেখেছিলেন সেই কার্ড। মার্চে এসে লিগে টানা তিন ম্যাচে দেখলেন হলুদ কার্ড, যার সর্বশেষটি দেখলেন ওসাসুনার বিপক্ষে রিয়ালের ৪-২ গোলে জেতা ম্যাচে। এ ম্যাচে জোড়া গোল করা ভিেিনর এবারের কার্ড দেখার কারণটি বেশ অদ্ভুতও বটে। রেফারির উদ্দেশে তাচ্ছিল্যের হাসি দেওয়ায় এ কার্ডটি দেখেছেন ভিনি। ঘটনা অবশ্য এখানেই শেষ নয়। প্রথমার্ধের বিরতিতে যাওয়ার সময় ক্যামেরার উদ্দেশে ভিনিসিয়ুসকে বলতে শোনা যায়, ‘এই রেফারি প্রতি ম্যাচেই আমাকে কার্ড দেখায়। এটা অবিশ্বাস্য।’
রিয়ালের জার্সিতে ভিনি এখন পর্যন্ত ২৫৩ ম্যাচ খেলে গোল করেছেন ৭৭টি। এ সময়ে তিনি হলুদ কার্ড দেখেছেন ৪২টি, যার ৪৫ শতাংশই (১৯টি) আবার দেখেছেন প্রতিবাদ করে, প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে এবং সময় নষ্ট করে। এ ছাড়া রিয়ালের হয়ে ১টি লাল কার্ডও দেখেছেন ভিনি।
ভিনিসিয়ুসের নিজেকে নিয়ন্ত্রণের তাগিদ দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেছেন, ‘সে একজন কার্যকর ফুটবলার। কিন্তু পারিপার্শ্বিক চাপের ভেতর নিজেকে তার আরও বেশি নিয়ন্ত্রণ করতে হবে।’


     এই বিভাগের আরো খবর