/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

,

শায়েস্তাগঞ্জে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শায়েস্তাগঞ্জ থানা পুলিশের অভিযানে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. জামাল মিয়া (১৯) গ্রেফতার হয়েছে। সে উপজেলার লাদিয়া প্রকাশ লাদিয়াচক গ্রামের মরহুম খালেক খন্দকারের ছেলে।
গতকাল রোববার (১৮ মে) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীলিপ কান্ত নাথ বলেন, দুপুরে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (১৭ মে) দিবাগত রাতে পুলিশ অভিযান চালিয়ে ওই আসামিকে গ্রেফতার করে।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.