,

আজমিরীগঞ্জে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জ উপজেলায় যথাযত মর্যাদায় পালিত হয়েছে বাংলাদেশের মহান স্থপতি বাংলার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকি ও জাতীয় শিশু দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগসহ সহযোগী অঙ্গ সংগঠন পৃথক কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার সকাল ৯টায় আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে দলের নেতাকর্মীরা ও বিভিন্ন অঙ্গ সংগঠন র‌্যালী নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পন করেন। সকাল ১০টায় উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জুয়েল ভৌমিক’র সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আব্দুল মজিদ খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বঙ্গবন্ধু বহু গুনের চরিত্রের অধিকারী ছিলেন, তার আগে ও পরে কোন জাতীয় নেতাই বঙ্গবন্ধু হতে পারেননি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মর্তুজা হাসান, বি আরডিবি চেয়ারম্যান নজমুল হাসান, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সিমা রানী সরকার, সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী, সদর ইউনিয়ন চেয়ারম্যান মোবারুল হোসেন, শিবপাশা ইউনিয়ন চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর