,

হবিগঞ্জ শহরের রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ ॥

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে শহরের রাস্তার পাশে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হলেও সদর হাসপাতালের সামনে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়নি। আগামী ২৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবিগঞ্জ আসছেন। এ উপলক্ষ্যে হবিগঞ্জের রাস্তাঘাট, অফিস আদালতসহ গুরুত্বপূর্ণ স্থাপনার সৌন্দর্য বর্ধনের কাজ চলছে। এরই ধারাবাহিকতায় শহরকে যানজটমুক্ত করতে রাস্তার পাশে গজিয়ে উঠা অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের চৌধুরীবাজার, বানিয়াচং বাসস্ট্যান্ড, কামড়াপুরসহ গুরুত্বপুর্ণ স্থানে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়। এসময় নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ সদর থানা পুলিশ। গতকাল সরেজমিন পরিদর্শন করে দেখা যায়, সদর হাসপাতালের প্রবেশের সময় রাস্তার দুপাশে গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। যে গুলো এখনো উচ্ছেদ করা হয়নি। ফলে প্রতিদিন থানার সামন ও হাসপাতালের প্রধান ফটকে যানজট লেগে আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.