মোঃ মহিবুল ইসলাম (মুহিব) ॥ হজ্ব, মহানবী (সাঃ) ও তাবলীগ জামাতকে নিয়ে কটুক্তি করায় সাবেক মন্ত্রী লতিফ ছিদ্দিকীর ফাঁসির দাবীতে চুনারুঘাটে বিক্ষোভ মিছিল করেছে হেফাজতে ইসলাম। গতকাল আসরের নামাজের পর চুনারুঘাট মধ্য বাজার জামে মসজিদের সামন থেকে মিছিলটি বের হয়ে চুনারুঘাট এর বিভিন্ন অলি গলি পদক্ষিন করে পুনরায় মধ্য বাজারে এসে শেষ হয়। মিছিল শেষে এক প্রতিবাদ সভায় নেতারা বক্তব্য রাখেন। মাওলানা আজিজুল হক শাইলগাছী এর সভাপতিত্বে মাওলানা আব্দুল আজিজ এর পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা কাইয়ূম, মুফতি হারুনুর রশীদ, আলহাজ্ব হোসাইন আলী রাজন, মাওলানা আব্দুল্লাহ প্রমুখ। উক্ত সভায় বক্তারা বলেন, সরকার যদি মুরতাদ লতিফ ছিদ্দিকীকে ফাঁসি না দেয় তাহলে তৌহিদী জনতাকে সঙ্গে করে হাতে তসবী ও জায়নামাজ নিয়ে রাজপথ অবরোধ করা হবে। সর্বশেষে মাওলানা আজিজুল হক শাইলগাছীর দোয়ার মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ শেষ হয়।
Leave a Reply