,

আজ মান্দারকান্দিতে মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়ক উদ্বোধন

জসীম তালুকদার ॥ হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেরার মান্দারকান্দি গ্রামের বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা শাহ ফজর আলী সড়কের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে আজ বৃহ্স্পতিবার দুপুর ১২ ঘটিকায় মান্দারকান্দি পূর্ব পাড়া জামে মসজিদ সংলগ্ন ও পার্শ্ববর্তী প্রতিষ্ঠান স্থলে এ কাজের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু এছাড়াও বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোঃ জয়নাল আবেদিন, (৩য় পৃষ্ঠায় দেখুন) হবিগঞ্জ পুলিশ জয়দেব কুমার ভদ্র, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোঃ আলমগীর চৌধুরী, হবিগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, নবীগঞ্জ পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ তোফাজ্জল ইসলাম চৌধুরী, উপজেলা প্রকৌশলী সৈয়দুর রহমান প্রমূখ। উক্ত শুভ উদ্বোধনী ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমান। অনুষ্ঠানটি আয়োজন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, নবীগঞ্জ, হবিগঞ্জ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.