,

লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে ৯ জানুয়ারী ঢাকায় মহাসমাবেশ

সময় ডেস্ক ॥ জাতীয় সংসদে ধর্ম অবমাননা রোধে সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদন্ডের বিধান রেখে আইন পাশ করার দাবিতে আগামী ৯ই জানুয়ারী শুক্রবার ঢাকায় মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে ইসলামী ঐক্যজোট। আজ সকালে লালবাগ এক সংবাদ সম্মেলনে আগামী কালের ঘোষিত সকাল-সন্ধ্যা হরতাল স্থগিত ও আন্দোলনের ভবিষ্যত কর্মসূচি ঘোষনা করা হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী, যুগ্ম মহাসচিব মুফতী তৈয়্যব হোসাইন, অধ্যাপক মাওলানা আব্দুল করীম, সহকারী মহাসচিব মাওলানা আবুল কাসেম, মাওলানা আহলুল্লাহ ওয়াছেল প্রমুখ। সংবাদ সম্মেলনে বলা হয়, সরকার চাপে পড়ে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করতে বাধ্য হওয়ায় আন্দোলনের প্রাথমিক লক্ষ্য অর্জিত হয়েছে। এজন্য আগামীকালের হরতাল স্থগিত ঘোষণা করা হয়েছে। তবে গণদাবির প্রতি তোয়াক্কা না করে আইনের ফাঁক ফোকরে মুরতাদ আব্দুল লতিফ সিদ্দিকীকে জামিনের ব্যবস্থা করে মুক্ত করার চেষ্টা করা হলে যে দিন তাকে জেল থেকে বের করা হবে সেদিনই আন্দোলনের কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে লাগাতার হরতাল অবরোধ করে মুরতাদ আব্দুল লতিফ সিদ্দীকর বিচারের ব্যবস্থা নিতে সরকারকে বাধ্য করবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.