,

শায়েস্তাগঞ্জ কে উপজেলার দাবীতে প্রেসক্লাবের মানববন্ধন

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ কে উপজেলা করার দীর্ঘদিনের দাবীকে বাস্তবে রূপান্তরিত করতে মানবন্ধন কর্মসূচী পালন করল শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব। গতকাল শুক্রবার সকাল ১০ টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এরিয়ায় শুরু হয়ে সাড়ে ১১ টা পর্যন্ত এ কর্মসূচী চলে। এতে শায়েস্তাগঞ্জের সর্বস্তরের বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহন করে। মানববন্ধন টি প্রায় অর্ধ কিলোমিটার দীর্ঘ হয়। এসময় উপস্থিত জনতা “আর কোন দাবী নাই, শায়েস্তাগঞ্জ কে উপজেলা চাই” শ্লোগানে মানববন্ধন কর্মসূচী কে মুখরিত করে তুলে। প্রেসক্লাব সভাপতি মোঃ আব্দুর রকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন সাইয়ের পরিচালনায় মানববন্ধন কর্মসূচীর দাবীর পক্ষে মানববন্ধনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবি, সামাজিক-সাংস্কৃতিক, পরিবহন শ্রমিক সংগঠন, ছাত্র-শিক্ষক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দাবীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এডঃ হুমায়ুন কবীর সৈকত, শায়েস্তাগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ ছালেক মিয়া, বিএনপি নেতা কাউন্সিলর সাইদুর রহমান, কাউন্সিলর রজব আলী, মুক্তিযোদ্ধা প্রানেশ দত্ত, সফিকুর রহমান, যুবলীগ সভাপতি মোঃ মুকিত, যুবলীগ নেতা উসমান আলী মিনু, যুবদল নেতা আঃ জলিল, উসমান আলী, জাতীয় পার্টি নেতা মোশাহিদুর রহমান জাহেদ, সদর উপজেলা ছাত্র লীগের সভাপতি গাজীউর রহমান ইমরান, বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম তালুকদার, মাওলানা আব্দুস সহিদ, হাজী আঃ কাদির তালুকদার, এম হায়দার চৌধুরী, প্রনব পাল, কল্যাণ বিশ^^াস, অসীত দাশ মন্টু, পরিবহন শ্রমিক নেতা জিতু মিয়া লস্কর, প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক ফিরুজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন রুমী, সিনিয়র সদস্য সমীরণ চক্রবর্তী শংকু, যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ, সাংবাদিক ফোরামের সভাপতি আব্দুল হক রেনু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুমন, সাংবাদিক মাহমুদুল হক সুজন, শাহ মোস্তফা কামাল, নাট্য কর্মী এম.এ ওয়াহেদ, মখলিছুর রহমান, আল আমিন, জোসেফ, শাহিন, বিজয় প্রমুখ। বক্তাগন ১৯৯৭ সালের ১৯ অক্টোবর শায়েস্তাগঞ্জ পুরান বাজার লৌহসেতু উদ্ভোধন কালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা “শায়েস্তাগঞ্জ কে পর্যায়ক্রমে উপজেলায় উন্নীত করা হবে” এ ঘোষনার বাস্তবায়নে বিনীত অনুরোধ জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.