,

কাব্যকথা সাহিত্য পদকে ভূষিত কবি আব্দুল বাছিত

মোঃ জসিম তালুকদার ॥ কবিতায় বিশেষ অবদানের জন্য কাব্যকথা সাহিত্য সম্মাননা পদক-২০১৪ এ ভূষিত হয়েছেন বাংলাদেশ পোয়েট্স ক্লাব হবিগঞ্জ জেলার কো-অর্ডিনেটর ও বিজনা থিয়েটারের সভাপতি এবং বিবিয়ানা সাহিত্য পরিষদের সহ সভাপতি কবি মোঃ আব্দুল বাছিত। গত ২৮ নভেম্বর কাব্যকথার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা পরিষদ মিলনায়তনের ২য় তলায় অনুষ্ঠিত হয় কাব্যকথা সাহিত্য উৎসব-২০১৪ইং। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা ৩ পর্বের অনুষ্ঠানের ১ম পর্বে সভাপতিত্ব করেন কবি-সিরাজ উদ্দিন সিরু এবং প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমেদ কামরান। অনুষ্ঠানের ২য় পর্বে সভাপতিত্ব করেন বিশিষ্ট ছড়াকার ও শিশু সাহিত্যিক সিরাজুল ফরিদি। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ছড়াকার, শিশু সাহিত্যিক ও মিডিয়া ব্যক্তিত্ব কবি আসলাম সানি। প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট শিশু সাহিত্যিক এনায়াত রসুল। বিশেষ অতিথি ছিলেন কবি গুরু রবীন্দ্র শিক্ষা গবেষণা পরিষদের মহাসচিব প্রফেসর ড. মুহাম্মদ জমির হোসেন, মাসিক কাব্যকথার সম্পাদক মন্ডলীর সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম তামিজী, কবি কামরুজ্জামান, কবি আরিফ মঈনুদ্দিন, দাঁড়াও পথিক এর লেখক সাংবাদিক সাদেক আহমদ, ছড়াকার তাজুল ইসলাম বাঙ্গালী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি নাজমীন হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের মহিলা কউন্সিলর রেবেকা বেগম, বিবিয়ানা সাহিত্য পরিষদের সভাপতি কবি শহীদুজ্জামান চৌধুরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সাধারণ সম্পাদক শামসুল আলম সেলিম। উক্ত অনুষ্ঠানে স্ব-রচিত লেখা ও কবিতা পাঠ করেন- কবি শাওন আসগর, কবি মালেক মাহমুদ, কবি আরিফ নজরুল, কবি মঈন মুরসালিন, কবি কামরুল হাসান মৃধা, কবি মোঃ আব্দুল বাছিত, কবি ক্যামেলিয়া আহমেদ, জামিল জাহাঙ্গীর, মুহাম্মাদ রবিউল সহ অর্ধ শতাধিক কবি সাহিত্যিক। উক্ত অনুষ্ঠানে সারা দেশ থেকে কবি মোঃ আব্দুল বাছিত সহ ২০ জন কবি সাহিত্যিককে বিভিন্ন বিষয়ে বিশেষ অবদানের জন্য কাব্যকথা সাহিত্য পদক-২০১৪ প্রদান করে সম্মানিত করা হয়। সন্ধার পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মুখরিত হয়ে উঠে সিলেট জেলা পরিষদের হল রোম। এতে বাউল বিরহী কালা মিয়া ও খাঁন শিল্প গোষ্ঠীর শিল্পীগণ সহ সিলেটের বিভিন্ন শিল্পীবৃন্দ গান পরিবেশন করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
Copy Protected by Chetan's WP-Copyprotect.