নবীগঞ্জ প্রতিনিধি ॥ “এইচআইভি সংক্রমন ও এইডস মৃত্যু নয় একটিও আর, বৈষম্যহীন পৃথিবী গড়ব সবাই এই আমাদের অঙ্গিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস গত সোমবার নবীগঞ্জে পালিত হয়েছে। এ উপলক্ষে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে একটি র্যালী শেষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ অর্ধেন্দু দেব। অজিত কুমার দাশের পরিচালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প.প. কর্মকর্তা ডাঃ শাহাদাত হোসেন, মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, মির্জা রিয়াদ হাছান, ডাঃ চম্পক কিশোর সাহা, ডাঃ নাসরিন জাহান, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মানিক লাল রায়, স্যানেটারি ইনসপেক্টর নুরে আলম সিদ্দিকী, মোঃ রায়হান, শাহ আলম প্রমুখ।
Leave a Reply