হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ সদর উপজেলার শাহজালাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহির মিয়া তালুকদারকে ৪ লাখ ৩০ হাজার ৫২ টাকা আত্মসাতের অভিযোগে সাময়িক ভাবে বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এর পর থেকেই তাহির মিয়া তালুকদার নিজেকে রক্ষা করতে বিভিন্ন স্থানে দৌড়ঝাপ শুরু করেছেন। পাশাপাশি বিদ্যালয়ের মানহানী করতে বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলেও অভিযোগ উঠেছে। বিদ্যালয় সূত্র জানা যায়, গত ২৬ নভেম্বর স্কুল ম্যানেজিং কমিটির সমন্বয়ে এক সভা অনুষ্টিত হলে তাহির মিয়া তালুকদারের বিরুদ্ধে ৪ লাখ ৩০ হাজার ৫২ টাকা আত্মসাতের বিষয়টি প্রমানিত হলে তাকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়্। উল্লেখ্য, তাহির মিয়া তালুকদার বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন অবস্থায় গত ১লা জুন ২০১৩ থেকে জুন ২০১৪ পর্যন্ত বিদ্যালয়ের আয় ও ব্যয়ের মোট ৪ লাখ ৩০ হাজার ৫২ টাকার হিসেবে দিতে পারেননি, অতিরিক্ত টাকা দেখিয়ে ভূয়া ভাউচার তৈরী, ব্যাংক লেনদেনের মাধ্যমে টাকা আত্মসাত, অতিরিক্ত যাতায়াত ভাড়া সহ বিভিন্ন ভূয়া কৌশল অবলম্বন করে তিনি ওই টাকা গুলো আত্মসাত করেন। যার পরিপেক্ষিতে স্কুল কর্তৃপক্ষ গত ২৫/১০/২০১৪ হইতে ১৭/১১/২০১৪ পর্যন্ত তাকে ৩ বার নোটিশ প্রদান করে। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে নোটিশের জবাব না দিয়ে তিনি প্রত্যেক বারই সময় প্রার্থনা করেন। পরিশেষে গত ২৫ নভেম্বর ২০১৪ ইং তারিখে বিষয়টি নিয়ে এক সভা অনুষ্ঠিত হলে তাহির মিয়া তালুকদার নিজে বিদ্যালয়ের ১ লাখ ৫৫ হাজার টাকা ও ব্যাংক লেনদেনের ৪০ হাজার টাকা সহ মোট ১ লাখ ৯৫ হাজার টাকা আত্মসাত করেছেন বলে স্বীকার করলেও বাকী টাকা গুলোর সঠিক জবাব তিনি দিতে পারেননি। যে কারনে বিদ্যালয় পরিচালনা কমিটি গত ২৬ নভেম্বর ২০১৪ইং তারিখে এক সভার মাধ্যমে তাকে সাময়িক বরখাস্ত করে। যা গত ২৭ নভেম্বর ২০১৪ ইং থেকে কার্যকর হয় বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিকে তিনি বিদ্যালয় থেকে বরখাস্ত হওয়ার পর থেকেই বিদ্যালয়ের মানহানী করতে অপচেষ্টায় লিপ্ত রয়েছেন বলে জানান বিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply