,

বাজারে আসছে কাগজের হাতঘড়ি!

সময় ডেস্ক ॥ বিখ্যাত প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান সনি সম্প্রতি পরীক্ষামূলকভাবে কাগজের হাতঘড়ি তৈরি করেছে। ফ্যাশনের দুনিয়ায় ঘড়িকে আরও একধাপ এগিয়ে দিতে সনি ইলেকট্রনিক কাগজ ব্যবহার করে নতুন এই হাতঘড়ি তৈরি করেছে। সাদাকালো ডিজাইনের এই ‘ফেস’ ঘড়িটি স্মার্টওয়াচ টেকনোলজিকে মাথায় রেখে তৈরি করেছে সনি কোম্পানি। তবে ইলেকট্রনিক পেপার দ্বারা নির্মিত এই ঘড়িটির আয়ু মাত্র ৬০ দিন। কিন্তু সনির বিজ্ঞানীরা কাগজের হাতঘড়ির মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে সনির পক্ষ থেকে জানানো হয়। সনির বিশেষজ্ঞ স্টুয়ার্ট মাইলস এই ইলেকট্রনিক ঘড়িটি তৈরি করেছেন। তিনি নিজের আবিস্কৃত ঘড়িটিকে ‘হাল আমলের এবং দুর্দান্ত’ বলে অভিহিত করেছেন। ‘আমার ধারণা আগামী বছর ফ্যাশনের দুনিয়ায় ইলেকট্রনিক পণ্যের কাটতি থাকবে সবচেয়ে বেশি। আর এটা টেকনোলজি শিল্পের জন্যও ভালো হবে। এখন একটা স্মার্টফোন থাকা মানে প্রায় সবকিছুই থাকা কিন্তু তারপরেও ফ্যাশনের জন্য কিছু জিনিস লাগেই যা অগ্রাহ্য করার উপায় নেই।’আন্তর্জাতিক গণমাধ্যম ওয়ালস্ট্রিট জার্নালের মতে, সনি শুধু হাতঘড়িই নয়, কাগজের তৈরি মোবাইল, মিউজিক প্লেয়ার, জুতাসহ ইত্যাদি পণ্য তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। ফ্যাশন দুনিয়ায় বাণিজ্যিকভাবে প্রবেশ করার জন্য সনি ইতোমধ্যেই বিভিন্ন দেশে নিজস্ব শোরুম এবং প্রচার চালানো শুরু করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরো খবর
×

Like us on Facebook

Copy Protected by Chetan's WP-Copyprotect.