,

ঢাকা দক্ষিণে সিটিতে প্রার্থী হচ্ছেন খন্দকার মাহবুব

সময় ডেস্ক ॥ আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে পারে বিএনপি। জনপ্রিয়তা যাচাইয়ের কৌশল হিসেবে তারা নির্বাচনে অংশ নিতে চান। আর দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তবে ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের জন্য এরই মধ্যে প্রার্থিতা চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হচ্ছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন। সোমবার দিনভর সুপ্রিম কোর্টে বিএনপি সমর্থিত আইনজীবীদের মধ্যে এমনই আলোচনাই শুনাগেছে। দলের হাইকমান্ডও এমনটি ভাবছে বলে জানিয়েছেন তারা। তবে দলীয়ভাবে সীদ্ধান্ত চূড়ন্ত না হওয়ায় এ বিষয়ে কথা বলতে রাজি হননি কেউই। আইনজীবীদের সঙ্গে কথা বললে তারা এ প্রতিবেদককে বলেন, খন্দকার মাহবুব হোসেন বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত ভাইস চেয়ারম্যান। সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও পরপর চারবার আইনজীবী সমিতির নির্বাচিত সভাপতি। এছাড়া তিনি ক্লিন ইমেজের হওয়ায় দলের বাইরে অন্যদের কাছেও তার ব্যাপক গ্রহণ যোগ্যতা রয়েছে। এছাড়া খন্দকার মাহবুব হোসেনকে নিয়ে দলের মধ্যে কোন গ্র“পিং নেই। আর আন্দোলন সংগ্রামে আইনজীবী সমিতির সভাপতি হিসেবে তার ভূমিকাও প্রশংশনীয়। কেননা দলের এ পরিস্থিতিতে অনেকে চুপ থাকলেও তাকেই মিডিয়ার সামনে সবচেয়ে বেশি কথা বলতে দেখা গেছে। এ কারণে অবশ্য তাকেও কয়েকটি মামলায় আসামি হতে হয়েছে। তবে ওই সব মামলার সবকটিতেই জামিনে রয়েছেন খন্দকার মাহবুব। আর সমিতির সভাপতি হওয়ায় আইনজীবীদের বিরাট একটি অংশ তাকে সমর্থন করে মাঠে কাজ করতে চান বলেও জানা গেছে। এ সংখ্যা প্রায় ১৫ হাজার বলে জানান কয়েকজন আইনজীবী। তবে এ বিষয়ে জানতে চাইলে খন্দকার মাহবুব হোসেন বলেন, আমরা ম্যাডামের (খালেদা জিয়ার) সঙ্গে দেখা করে নির্বাচনের বিষয়ে ইতিবাচক মনোভাবের কথা জানিয়েছি। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি বলেন, শুধু আমি কেন, দলীয় ফোরামের সিদ্ধান্ত সবাইকেই মানতে হবে।


     এই বিভাগের আরো খবর