,

ভারতের বিপক্ষে ভাল একটা সিরিজ হবে ॥

সময় ডেস্ক ॥ জুনে ভারতের বিপক্ষে হোম সিরিজে বাংলাদেশ দল জয়ের লক্ষ্যেই মাঠে নামবে। এমন আশার কথা জানিয়েছেন বিশ্বকাপে দুর্দান্ত খেলা পেসার রুবেল হোসেন। এ ছাড়া, সদ্য শেষ হওয়া পাকিস্থান সিরিজের ইতিবাচক ফলাফল ভারতের বিপক্ষে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেও মনে করেন তিনি। পাশাপাশি, বাংলাদেশের ব্যাটসম্যানদের সঙ্গে ভারসাম্য রেখে পেস বোলাররা এখন নিজেদের উন্নতি করার চেষ্টা করছেন বলেও দাবি করেন এ পেসার। রুবেল হোসেন বলেন, ‘বাংলাদেশ দল যখন মাঠে নামে তখন শুধু জয়ের জন্যই নামে। দেশের সব মানুষের মত আমরাও অপেক্ষায় আছি। আমরা আমাদের শতভাগ উজাড় করে দেবো।’ পাকিস্থানকে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশের অভিজ্ঞতা ভারতের বিপক্ষে প্রেরণা হিসেবে কাজ করবে বলেও বিশ্বাস বাগেরহাটের এই ক্রিকেটারের।
রুবেল জানান, ‘পাকিস্থানের মতো একটি ভাল দলের সঙ্গে আমাদের পারফরম্যান্স খুবই ভাল ছিল। আমরা ওয়ানডেতে ৩টা ম্যাচই জিতেছি। এই জয়গুলো আমাদের ক্রিকেটের জন্য এক বিশাল মাইলফলক। আর এই ধারাবাহিকতার জন্যই আমরা এখন ওয়ানডেতে অন্তত খুব ভাল অবস্থানে আছি। দল হিসেবেও এখন আমরা আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী ও চাঙ্গা রয়েছি। আমরা আশা করছি, ভারতের বিপক্ষে খুব ভাল একটা সিরিজ হবে।’ দেশের ক্রিকেটে এখন আলোচনায় পেস বোলিংয়ের মানোন্নয়নের বিষয়টি। রুবেলও স্বীকার করেছেন পেস বোলিংটা আরও ভাল হতে পারতো টাইগারদের। অবশ্য এ জন্য পেসাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও দাবি করেন দেশের অভিজ্ঞ এই পেসার। রুবেল বলেন, ‘আমাদের কিছু দুর্বলতা আছে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি। হিথ স্ট্রিক ও আমাদের হেড কোচ খুব ভাল টিপস দিচ্ছেন। ডেড ওভারে বোলিং নিয়ে আমরা এখন কাজ করছি, শিগগিরই আমরা আমাদের সমস্যাগুলো কাটিয়ে উঠবো।’ ইনজুরি কাটিয়ে দু-একদিনের মধ্যেই মাঠে বল হাতে নামবেন বলেও প্রত্যাশা রুবেলের কণ্ঠে।


     এই বিভাগের আরো খবর