,

একযুগ পর আবুল হায়াতের নির্দেশনায় শমী কায়সার ॥

সময় ডেস্ক ॥ টিভি নাটকে শমী কায়সার প্রথম যে নাটকে অভিনয় করেছিলেন সেই নাটকে সহশিল্পী হিসেবে পেয়েছিলেন আবুল হায়াতকে। প্রয়াত পরিচালক আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘কে বা আপন কে বা পর’ নাটকে আবুল হায়াত ও শমী কায়সার একসঙ্গে অভিনয় করেছিলেন। পরবর্তীতে আবুল হায়াতের নির্দেশনাতেও শমী অভিনয় করেছিলেন। দীর্ঘ একযুগ পর বরেণ্য অভিনেতা ও নাট্যনির্মাতা আবুল হায়াতের নির্দেশনায় নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী শমী কায়সার। আবুল হায়াত ও কামরুল আহসানের রচনায় ‘আকশের ওপারে আকাশ’ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন শমী কায়সার। ১০৪ পর্বের দীর্ঘ এই ধারাবাহিকে শমী কায়সার অভিনয় করছেন ফারজানান চরিত্রে। মূলত তাকে ঘিরেই নাটকের কাহিনী আবর্তিত হবে। একযুগ পর শমী কায়সারকে নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত বলেন, ‘শুধু আমার নয় আমার পুরো ইউনিটের অনেক ভালোলাগা যে শমী আমাদেরকে সময় দিয়েছে ধারাবাহিক নাটকে অভিনয়ের জন্য। শমী গুণী একজন অভিনেত্রী। আমার বিশ্বাস বহুবছর পর তার ধারাবাহিকে অভিনয় করাটা দর্শকের কাছেও ভীষণ ভালোলাগার জন্মদিবে। ব্যক্তিগতভাবে আমি শমী কায়সারের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ।’ শমী কায়সার বলেন, ‘মূলত এই ধারাবাহিকের গল্প নারীর ক্ষমতায়নকে নিয়ে। তাই অনেক আগ্রহ নিয়ে কাজটি করছি। তাছাড়া হায়াত আঙ্কেলেরও বহুদিনের ইচ্ছে আমাকে নিয়ে একটি ধারাবাহিকে কাজ করা। স্ক্রিপ্ট পড়ে ভালোলাগায় আমার আনুষঙ্গিক অন্যান্য ব্যস্থতা থাকা সত্ত্বেও কাজটি করছি। চেষ্টা করবো ভারো একটি নাটক দর্শককে উপহার দিতে। হায়াত আঙ্কেলের প্রতি আমি ভীষণ কৃতজ্ঞ ফারজানা চরিত্রটির জন্য আমার উপর নির্ভর থাকায়।’ আবুল হায়াত জানান একটি স্যাটেলাইট চ্যানেলে ধারাবাহিক এই নাটকটি প্রচার শুরু হবে। গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া টানা ১৩ দিনে ১৩ পর্বের শুটিং সম্পন্ন হবে বলে জানান পরিচালক। এদিকে এ নাটকে আরো যারা অভিনয় করবেন তারা হলেন হাসান ইমাম, লায়লা হাসান, শর্মিলী আহমেদ, আজাদ আবুল কালাম, শাহেদ শরীফ খান, রাইসুল ইসলাম আসাদ. নাজনীন হাসান চুমকী, জেনি এবং আবুল হায়াতসহ আরো অনেকে। আবুল হায়াত পরিচালিত ধারাবাহিক ‘বুনোফুলের গান’ বিটিভিতে এবং ‘মেধাবী দেশের মুখ’(ডকুড্রামা) বিটিভিতে প্রচার হচ্ছে। শমী কায়সার জানান, ‘অভিনয়ে আগের মতো নিয়মিত হওয়া এই মুহুর্তে আপাতত সম্ভব নয়।


     এই বিভাগের আরো খবর