,

অভিনয়ের কাছে হার মানল ক্যান্সার

সময় ডেস্ক ॥ ক্যান্সারকে এক প্রকার হারিয়েই দিলেন অভিনেত্রী লিজা রে? ক্যান্সার ধরা পড়ার ছয় বছর পর আবার অভিনয় জগতে পা রাখতে চলেছেন ‘কসুর’ সিনেমা খ্যাত নায়িকা লিজা রে? দুরারোগ্য এই রোগ শরীরে আস্তানা গাড়লেও মনকে দমিয়ে রাখতে পারেনি? তাই সব বাধা টপকে কানাডার বংশোদ্ভূত ভারতীয় এই অভিনেত্রী আবার বড় পর্দায় প্রবেশ করতে চলেছেন নতুন উদ্যমে? ক্যান্সারের চিকিৎসা এবং অভিনয় জীবনের মধ্যে সামঞ্জস্য রেখে তিনি সম্প্রতি তিনটি চলচ্চিত্রে সই করেছেন? ২০০৯ সালে রক্তে ক্যান্সার ধরা পড়ার পরও জীবনের কাছে হার মানেননি এই অভিনেত্রী? বরং জীবনকে পরিপূর্ণভাবেই উপভোগ করছেন তিনি? শেষ ৬টি বছর ছিল তাঁর কাছে খুবই গুরুত্বপূর্ণ? জীবনকে নতুনভাবে উপলব্ধি করেছেন তিনি? নতুন করে খুঁজে পেয়েছেন নিজেকে? শুধুমাত্র পেশাদারি মানসিকতাকে গ্রহণ করে বেঁচে থাকা তাঁর কাছে এখন অর্থহীন? দুরারোগ্য ব্যাধির কাছে হার মানতে নারাজ এই নায়িকা জীবনকে উপভোগ করতে চান এক নতুন মোড়কে? দুঃসাহসিক, রোমাঞ্চকর জীবনের অন্বেষণে বেরিয়ে পড়তে চান লিজা? অভিনয় তাঁর কাছে আর শুধুমাত্র পেশা নয়? জীবনের অন্যতম দৃষ্টিভঙ্গি এবং রোমাঞ্চ হিসেবেই আবার প্রবেশ করতে চলেছেন বড় পর্দায়? তাঁর জীবনের মূল উদ্দেশ্য কোনওদিন বন্ধ হবে না বলে জানিয়েছেন অভিনেত্রী? তিনটি নতুন হিন্দি চলচ্চিত্রে কাজ করছেন তিনি? নতুন পরিচালক সঞ্জয় দয়মার ‘ইশক ফরএভার’ ছবিতে নতুন রোমান্টিক জুটি কৃষ্ণা চতুর্বেদী এবং রুহি সিং-এর সঙ্গে লিজা একজন সিক্রেট এজেন্টের চরিত্রে অভিনয় করবেন? নব্বইয়ের দশকের জনপ্রিয় সঙ্গীত সুরকার নাদিম-শ্রাবণ এই ছবিতে বহুদিন পর আবার সঙ্গীত পরিচালকের ভূমিকায়? এই বছরের শেষে মুক্তি পাওয়ার আশায় ছবির শুটিং শুরু হতে চলেছে খুব শীঘ্রই? এর পাশাপাশি সঞ্জয় সুরির বিপরীতে লিজার আরও একটি ছবির শুটিং শুরু হবে চলতি বছরেই? নাম অবশ্য এখনও চূড়ান্ত হয়নি? এরই মধ্যে ‘ম্যায় অউর চার্লস’-এর দ্বিতীয় পর্বে অভিনয়ের জন্য লিজার সঙ্গে পরিচালক প্রাওয়াল রামানের কথাবার্তাও চলছে? চার্লস শোভরাজের জীবনকাহিনী নিয়ে তৈরি এই ছবিটির নামভূমিকায় অভিনয় করবেন রণদীপ হুডা? সবকিছু ঠিক মতো চললে হয়ত আগামী জুলাই মাসেই এই ছবির শুটিংয়ে যোগ দেবেন লিজা? ক্যান্সারের চিকিৎসার কারণে অভিনেত্রীকে ভারতের পাশাপাশি সম্প্রতি হংকং-এও থাকতে হয়? ২০০১ সালে বিক্রম ভাটের ‘কসুর’ ছবি দিয়ে লিজা রে-এর বলিউডে আত্মপ্রকাশ? দীপা মেহতার ‘ওয়াটার’ এবং ‘বলিউড-হলিউড’-এর মতো ক্রস কালচারাল সিনেমাতেও তাঁকে দেখা গেছে? তাঁর অন্য সিনেমাগুলি হল ‘কিল কিল ফাস্টার ফাস্টার’ এবং দিলীপ মেহতার ‘কুকিং উইথ স্টেলা’-আজকাল।


     এই বিভাগের আরো খবর