,

১৩ বছরে শাহরুখের দেবদাস

বিনোদন ডেস্ক : ১৩ বছর পূর্ণ হল সঞ্জয়লীলা বনশালীর ছবি দেবদাস। শাহরুখ খান, ঐশ্বর্যা রাই বচ্চন এবং মাধুরী দীক্ষিত অভিনীত এই ছবিটি মুক্তি পায় ২০০২-এর ১২ জুলাই। সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে দেবদাসের ১৩ বছর পূর্তি উপলক্ষে ছবির সঙ্গে যুক্ত সব্বাইকে ধন্যবাদ জানিয়েছেন শাহরুখ। লিখেছেন ‘‘ধন্যবাদ সঞ্জয়, বিনোদ, প্রকাশজি, বেলা, মাধুরী, ঐশ্বর্যা, সরোজজি, বৈভবী, ইসমাইল, মন্টি, পুরো টিম এবং দেববাবু-কে ধন্যবাদ এই অসাধারণ ছবিটির জন্য। দেবদাস-এ চুনিলাল-এর ভূমিকায় অভিনয় করেন জ্যাকি শ্রফ। তাঁকেও আলাদা করে ধন্যবাদ জানিয়ে শাহরুখ লিখেছেন, ‘‘আর আমার প্রিয় জগ্গুদাদাকে বিশেষ ধন্যবাদ। হাম তো লা ইলাজ হো গয়ে চুন্নিবাবু।’’ শুধু এই নয়, ইন্টারনেটে দেবদাস-এর সংলাপে লিপ দিয়ে তা আপলোডও করেছেন শাহরুখ খান। ৫০ কোটি টাকা ব্যায়ে এই ছবিটি তৈরি করেছিলেন সঞ্জয়লীলা বনশালী। বক্স অফিসে ছবিটি আয় করেছিলে ৮৪ কেটি টাকা। মুম্বাইয়ের ধারাভিতে ছবির সেট তৈরি হয়েছিল। সেটের জাঁকজমকে চোখ কপালে উঠেছিল দর্শকদের। ছবিতে পারু অর্থাৎ ঐশ্বর্যার ঘরটি তৈরি করতে ব্যবহৃত হয়েছিল ১২ কোটি ২০ লক্ষ আটটি কাচের টুকরো। ভারতীয় ছবির ইতিহাসে সঞ্জয়লীলা বনশালীর এই ছবিটি মাইল ফলক হয়ে রয়েছে।-এবিপি নিউজ।


     এই বিভাগের আরো খবর