,

নবীগঞ্জের রঘু দাউদপুরে গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্ঠা ॥ থানায় মামলা

দীঘলবাক প্রতিনিধি ॥ নবীগঞ্জের রঘু দাউদপুরে গৃহবধুর শ্লীলতাহানীর চেষ্ঠায় থানায় মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, উপজেলার দীঘলবাক ইউনিয়নের রঘু দাউদপুরে গত ৮ জুলাই রাত অনুমান ৯টায় ওই গ্রামের ছমির মিয়ার স্ত্রী ইয়াছমিন বেগম ব্যক্তিগত কাজে পার্শ্ববর্তী বাড়ীর জলিল মিয়ার স্ত্রী রেনু বেগমের কাছে যান। সেখানে কাজ শেষে ফিরে আসার জন্য রেনু বেগমের উঠানে বের হওয়া মাত্র পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের মৃত আঞ্জব উল্লার পুত্র মন্টু মিয়া (৩৭) গৃহবধু ইয়াছমিন বেগমকে ঝাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে চাপ দিয়ে জোরপূর্বক মাটিতে ফেলে শ্লীলতাহানীর চেষ্ঠা চালায়। এসময় তার শোর চিৎকারে জলিল মিয়ার স্ত্রী রেনু বেগম, কন্যা নাছিমা বেগম, মৃত মনর মিয়ার পুত্র আব্দুল মন্নান, কদ্দুছ মিয়ার পুত্র ফারুক মিয়া, হালিম মিয়ার পুত্র রুহুল আমিন, মছদ্দর উল্লার পুত্র মুশাহিদ মিয়া এগিয়ে আসলে মন্টু মিয়া পালিয়ে যায়। ঘটনাটি ইয়াছমিন বেগম এলাকার মুরুব্বীদের অবহিত করে বিচার প্রার্থী হলে এলাকার মুরুব্বীগণ বিষয়টি সালিশে নিষ্পতির চেষ্ঠা চালান। কিন্তু বিবাদী মন্টু মিয়া সালিশ বৈঠকের বিষয়টি এড়িয়ে গেলে ভিকটিম ইয়াছমিন বেগম বাদী হয়ে গত ১০/০৭/২০১৫ ইং তারিখে রঘু দাউদপুর গ্রামের মৃত আঞ্জব উল্লার পুত্র মন্টু মিয়াকে আসামী করে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে নবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ১০, তারিখ ১০/০৭/২০১৫ ইং রুজু করা হয়।


     এই বিভাগের আরো খবর