,

সৌম্য মানে ‘সুন্দর’!

ডেস্ক রিপোর্ট : আইপিএল চলাকালে ডেল স্টেইন বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে বল করে নিজের ডেলিভারির ভান্ডার ফুরাতে চান না। যাদের নিয়ে কথাটা বলেছিলেন তারা জাতি হিসেবে বাংলাদেশী, আর যা নিয়ে বলেছিলেন তা হল ক্রিকেট। স্বাভাবিকভাবেই, চায়ের কাপে উঠেছিল ঘূর্ণিঝড়। অবস্থা বেগতিক দেখে পরে বলেছিলেন, এমন কথা বলতে চাননি তিনি। মিডিয়া আর মানুষের ভ্রান্তিই নাকি তার ‘পরিস্কার টুইটে’র ‘শুদ্ধ বাংলায়’ ‘ভুল’ হয়ে প্রকাশ পেয়েছে! শেষ পর্যন্ত স্টেইন আসেননি। তার গতিময় বলকে স্টেনগানের সাথে তুলনা করা হয়। বাংলাদেশের বিপক্ষে মরকেল-রাবাদারাই যথেষ্ট, স্টেইনের আর কী দরকার! তবে অবহেলার ফলটা হাতেনাতেই পেল প্রোটিয়ারা। যাকে সবাই বলে চিরন্তন কোমল, তার হাতেই কিনা সিরিজ জয়ের স্বপ্নের মৃত্যু হল হাশিম আমলাদের! ম্যাচের পর দক্ষিণ আফ্রিকার একেকজন ক্রিকেটারকে মনে হল একেকটা মূর্তি। জীবন্ত মূর্তি। নড়ে, কথা বলে; তবুও যেন স্ট্যাচু। কেউ যেন তাদের আঘাতের পর আঘাত করে স্তব্ধ করে দিয়েছে, শরীরমনে কোনো আত্মিক বিষয়াদি নেই, নেই হারের ক্লান্তিও। একেকটা শট সৌম্য আছড়ে ফেলছিলেন বাউন্ডারির বাইরেৃআসলেই কি তাই? দক্ষিণ আফ্রিকার ক্রিকেটপ্রেমি প্রতিটি মানুষের অন্তরে, সৌম্যর শটগুলো স্টেইনের তাচ্ছিল্য (পড়ুন বিটলবণ) মেখে আঘাতের পর আঘাত করে সবকিছু যে লন্ডভন্ড করে দিয়েছে! দক্ষিণ আফ্রিকানরা কুসংস্কারে প্রবলভাবে বিশ্বাসী। শুধু আফ্রিকার দক্ষিণাঞ্চলেই নয়, গোটা আফ্রিকা মহাদেশেই সন্তান জন্ম নেওয়ার পর দক্ষযজ্ঞ শুরু হয় তার নাম রাখা নিয়ে। নামের ব্যাপারটা তাই বিশেষভাবে প্রভাব রাখে আফ্রিকানদের জীবনে, কর্মে। এক ম্যান্ডেলাই দক্ষিণ আফ্রিকার জীবনযাত্রা পাল্টে দিয়েছিলেন। শ্রদ্ধা আর ভালোবাসার পাশাপাশি বিপ্লবী গুরুর কত নামের প্রচলন করেছে অনুসারীরা! রোলিহলাহলা, নেলসন, মাদিবা, টাটা, খুলু, ডালিভুঙ্গাৃম্যান্ডেলার প্রতিটি নামেরই রয়েছে বিশেষ অর্থ, যা তার কাজ আর মনোভাবেও ফুটে উঠে। কোনো দক্ষিণ আফ্রিকান যদি এখন সৌম্য নামের অর্থ খুঁজতে যান, ক্রিকেট বিধাতার উপর বড্ড অভিমান করে বসবেন। এই নামের একজনকে কেন ক্রিকেট বিধাতা প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব দিবেন? ক্রিকেট বিধাতা নিশ্চয়ই কোনো ভুল করেছিলেন ছেলেটির নামকরণে! ব্যাট হাতে শিল্পকর্ম দেখিয়ে ব্রায়ান লারা জায়গা করে নিয়েছিলেন ক্রিকেটবিশ্বের হৃদয়ে। চোখ ধাঁধানো ব্লককাট, তার পাষাণ ব্যাটে আঘাত পেয়ে উড়ে চলতে অভ্যস্ত বলটাও যেন গ্যালারীতে দোল খেত দারুণ এক ছন্দে। সবার মুখে মুখে ঘোরাফেরা করত তার নাম। ‘লারা’ নামের অর্থটাই যে ‘খ্যাতিমান’, ‘প্রখ্যাত’ৃতিনি কেনই বা বিখ্যাত হবেন না! শচীন টেন্ডুলকারের কথাই না হয় ভাবা যাক। তারকা শিল্পীর নামে নাম রেখে ছেলে যে মহাতারকা হয়ে যাবে, এটা ভাবার আগেও নিশ্চয়ই শচীনের বাবা-মা জানতেন ‘শচীন’ নামের অর্থ যে ‘নিখাদ’, ‘বিশুদ্ধ’। আর তাই-ই হয়ত ২৪ বছর ক্রিকেটবিশ্বকে শাসন করে গেছেন সুনিপুণভাবে। কিন্তু ‘সৌম্য’ মানে তো ‘সুন্দর’, ‘মহান’, ‘উদার’। সৌম্য নামধারী ছেলে কীভাবে নির্দয়ের মতো বিশ্বের অন্যতম সেরা বোলিং লাইনআপের উপর ষ্টীম রোলার চালায়?! সংস্কার আর কুসংস্কারের মধ্যবর্তী স্তরে আটকে থাকা দক্ষিণ আফ্রিকার অধিবাসীরা এবার নিশ্চয়ই নড়েচড়ে বসবেন সৌম্য সরকারের নামের আদ্যিপান্ত জানতে। হয়ত শুরু হয়ে যাবে তুকতাক; তন্ত্রমন্ত্র জপে ঋষিরা বের করে ফেলবেন এই নামের কোনো মাহাত্ম্য। রসিকতার ছলে বলা যায়, আজ থেকে ২৫-৩০ বছর পর বাংলাদেশ সফর করতে আসা কোনো প্রোটিয়া ক্রিকেটারের নাম যদি হয় ‘সৌম্য কাগিসো’, কিংবা ‘গ্রায়াম সৌম্য’, সেক্ষেত্রে অবাক হওয়ার কিছুই থাকবে না! আমাদের কাছে সৌম্য সুন্দরই। তার কথাবার্তা সুন্দর, হাঁটাচলা সুন্দর, ব্যাটিং সুন্দর। ফিগারও সুন্দর, চেহারাও; গ্যালারীর সুন্দরী তরুণীদের প্ল্যাকার্ডে নামটা স্থান পেয়েছে বেশ কয়েকবার। তার ব্যাট যখন বলকে খুঁজে পায়, আমরা খুঁজে পাই আশা। তার পারফেক্ট টাইমিং আমাদের রোমাঞ্চিত করে। তার ব্যাটের ঝলকানি সারাদিন উপোষের পরও আমাদের জাগিয়ে রাখে। সৌম্য সুন্দর। হ্যাঁ, সৌম্য অবশ্যই আমাদের কাছে সুন্দর। কিন্তু, এই সৌম্যই, হাজার হাজার দক্ষিণ আফ্রিকানের ঘুম কেড়ে নিয়েছেন একদিনের জন্য। হোটেল রেডিসন ব্লু-তে মাশরাফি-সাকিবরা যখন ঈদের খুশি ভাগ করে নিবেন, আমলা-মরকেলরা তখন হয়ত পরিকল্পনা করছেন আগামী কয়েক দিন হোটেলের বাইরে না বেরোনোর। বাচ্চারা যে বড় হয়ে গেছে! ভালো ভালো ডেলিভারিগুলো এখন ওদের উপর প্রয়োগ না করলেই নয়! তবে কী আর বলবেন একে? ভয়ংকর সুন্দর? এই সৌম্য ম্যাচ জেতাতে পারে, সিরিজ জেতাতে পারে। এই সৌম্য ম্যাচ অব দ্যা ম্যাচ হয়, ম্যান অব দ্যা সিরিজ হয়। তবুও, প্রতিপক্ষের কাছে, এই সৌম্য কখনও ‘উদার’, ‘মহৎ’, কিংবা ‘সুন্দর’ নয়। ক্রিকেটের সৃষ্টি যদি হয় একে ভালোবাসতে, তাহলে বাংলাদেশীদের জন্ম হয়েছে ক্রিকেটের জন্য। ‘লারা’ মানে ‘বিখ্যাত’, ‘শচীন’ মানে ‘নিখাদ’, কিন্তু ‘সৌম্য’ মানে ‘সুন্দর’! আর প্রকৃত অর্থেই এই সৌম্য যে শুধু বাংলাদেশীদের কাছেই সুন্দর! ইন্টারনেট থেকে সংগৃহিত


     এই বিভাগের আরো খবর