,

হবিগঞ্জে রাজন হত্যার বিচারের দাবীতে মানববন্ধন পালিত

প্রেস বিজ্ঞপ্তি ॥ জয় হোক মানবতা-ধ্বংস হোক বর্বরতা-এ নৃশংসতার শেষ কোথায়, এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের প্রগতিশীল গণসংগঠন সমূহের উদ্যোগে স্থানীয় নিমতলায় গতকাল দুপুর ১২টায় এক মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা সিপিবি সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তীর সভাপতিত্বে ছাত্রনেতা খলিলুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বারের সহ-সভাপতি এডভোকেট মুরলী ধর দাশ, জেলা বাসদ সমন্বয়ক এড. জুনায়েদ আহমেদ, গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক হুমায়ুন খান, খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খান, এড. জিলু মিয়া, ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি মাহমুদা খাঁ, ছাত্রনেতা সামরিনা নওশিন দীনা, ছাত্রফ্রন্ট নেতা নাজমুল খান, আইডিয়াল ফ্রেন্ডস সোসাইটির জামান সহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচীতে সংহতি প্রকাশ করেন এড. কামরুল ইসলাম, এড. বিজন বিহারী দাশ, শ্রমিক নেতা আঃ ছালাম অন্যান্য নেতৃবৃন্দ। সভায় বক্তাগণ বলেন, অতীতের সকল শিশু হত্যাকান্ডের বিচার সম্পন্ন করতে পারলে জাতিকে রাজন হত্যার মতো একটি নৃশংস হত্যাকান্ড দেখতে হতো না। এই হত্যাকান্ডের তীব্র নিন্দা এবং ক্ষোভ প্রকাশ করে বলেন হত্যাকান্ডের সাথে জড়িত সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। অন্যথায় দেশের আপামর জনসাধারণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।


     এই বিভাগের আরো খবর