,

দেওয়ান বাছিত ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক তার স্মৃতিকে ধরে রাখতে হবে ডাঃ মুশফিক চৌধুরী

স্টাফ রিপোর্টার \ দেওয়ান সৈয়দ আব্দুল বাছিত স্পোর্টি ক্লাবের আয়োজনে কোর্ট আন্দর দ্বৈত ব্যাডমিন্টন গোল্ডকাপ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। গত সোমবার বিকেলে হবিগঞ্জে বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের কোর্ট আন্দর গ্রামে অবস্থিত কোর্ট আন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী। দেওয়ান বাছিত স্পোটিং ক্লাবের সভাপতি দেওয়ান সৈয়দ রব মুর্শেদে’র সভাপতিত্বে ও আব্দুর রেজ্জাকের পরিচালনায় উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন, আমেরিকার টুলেইন মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রখ্যাত ফিজিওলজিস্ট ড. দেওয়ান সৈয়দ আব্দুল মজিদ, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, মিরপুর ইউনিয়নের চেয়ারম্যান সাইফ উদ্দিন লিয়াকত। বক্তব্য রাখেন, মুরব্বি হাজী জিতু মিয়া, আমির খান চান খাঁ, শামীম আহমেদ, ফিরোজ খান, একেএম মীর জমীলুন্নবী ফয়সল, মেম্বার দরবেশ আলী, সাবেক মেম্বার মাসুদ রানা, আব্দুল­াহ আল হোসেন রবিন, মহিদ তালুকদার প্রমুখ। এ অনুষ্ঠানে এশিয়ান টিভি’র জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী, যায়যায়দিন জেলা প্রতিনিধি নূরুল হক কবির, প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি জাকারিয়া চৌধুরী, চ্যানেল এস প্রতিনিধি সাইদুর রহমান জীবন, দৈনিক আলোকিত বাংলাদেশ জেলা প্রতিনিধি মোঃ মামুন চৌধুরী, শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসম আফজল আলী, সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, কোষাধ্যক্ষ সৈয়দ আখলাক উদ্দিন মনসুর, সাংবাদিক মোঃ আব্দুর রাজ্জাক সহ নানাস্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। উদ্বোধনী সভা প্রধান অতিথি’র বক্তব্যে হবিগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেন, দেওয়ান আব্দুল বাছিত ছিলেন নিঃস্বার্থ সমাজসেবক, তার স্মৃতিকে ধরে রাখতে হবে। দেওয়ান আব্দুল বাছিত মিরপুর ইউনিয়নে তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে স্থানে স্থানে ব্যাপক উন্নয়ন করেছেন। তৃণমূল জনগণ তাকে কোন দিন ভুলতে পারবে না। তিনি সবার মনে চিরকাল অম্লান হয়ে রয়েছেন। ডাঃ মুশফিক বলেন, দেওয়ান বাছিত স্বরণে এখানে টুর্নামেন্ট উদ্বোধন করতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তার এলাকার অসমাপ্ত উন্নয়ন কাজ সমাপ্ত করতে চাই। তাই উন্নয়ন নিয়ে কোন চিন্তা করতে হবে না। আমি আপনাদের পাশে রয়েছি। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে দেওয়ান বাছিত স্পোটিং ক্লাবের সদস্যরা অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। অতিথিরা খেলার জার্সিও আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। আলোচনা শেষে অতিথিরা টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আয়োজকদের পক্ষ থেকে অনুষ্ঠানে অংশগ্রহণকারীদেরকে আপ্যায়িত করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর