,

জন্মদিনে ‘চকোলেট মেসি’

সময় ডেস্ক ॥ রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেভারিট লিওনেল মেসির আর্জেন্টিনা বর্তমানে দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়েই শংঙ্কায় রয়েছে। একই সঙ্গে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ এ বর্তমান বিশ্বের অন্যতম সেরা তারকা ফুটবলার লিওনেল মেসি নিজেদের প্রথম ম্যাচেই আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে সমালোচিত হয়েছেন। তবুও মেসির প্রতি শুভাকাঙ্খিদের ভালোবাসা কমেনি। ফলে বিশ্বকাপ চলাকালেই রোববার ৩১ বছরে পা রাখায় শুভেচ্ছা বন্যায় ভেসেছেন তিনি। গত রোববার হোটেলে দলের সদস্যদের সঙ্গে জন্মদিনের কেকও কেটেছেন পাঁচবারের ব্যালন ডি অর’ জয়ী। বর্তমান ফুটবলের অন্যতম সেরা এই খেলোয়াড়ের জন্মদিনে বিশ্বের নানা প্রান্ত থেকে ব্যতিক্রমী সব আয়োজন করেছেন ভক্তরা। আলাদা করে শুভেচ্ছা জানিয়েছেন ঘনিষ্ঠরা। বাদ পড়েননি ব্রাজিল দলের সবচেয়ে সেরা তারকা নেইমারও। তবে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির জন্ম দিনে সবচেয়ে চমক দেখিয়েছেন রাশিয়ার ভক্তরা। চকোলেট দিয়ে মেসির সমান উচ্চতার ভাস্কর্য বানিয়ে জন্মদিনে মেসিকে চমকে দিয়েছেন রাশিয়ায় কনফকেশনারী কর্মীরা। যার ওজন ৬০ কেজি। মস্কো থেকে ৫০ কি.মি. দূরের শহর ব্রনিৎসির আলতুফিয়েভো কনফেকশনারির পাঁচ কর্মী চকোলেট দিয়ে মেসির ভাস্কর্যটি তৈরি করেন। এই শহরেই নিজেদের বেস ক্যাম্প করেছে আর্জেন্টিনা। প্রধান শেফ দারিয়া মালকিনা বলনে, ‘বিশ্বকাপের সময় মেসির জন্মদিন। আমাদের উদ্দেশ্যই ছিল তাকে চমকে দেয়া। এই শহরেই মেসি থাকবেন বলে আগ থেকেই আমাদের এই পরিকল্পনা ছিল। মেসির জন্মদিনে আমাদের উপহার ‘চকোলেট মেসি’।


     এই বিভাগের আরো খবর