,

মেঘ ভালোবাসি

বেলাল মঞ্জুর

আয় সাদাবক হই নয় গাংচিল
কিছুকাল উড়ি আয় বিল আর ঝিল।
কালোমেঘ কালো থাক নাই হোক সাদা
মেঘের ওপরে গিয়ে আয় ভাঙি বাধা।
তবু যদি গায়ে পড়ে বৃষ্টির জল
আয় দুয়ে ভিজে তবে করি কোলাহল।
শ্রাবণের মেঘ যদি নিয়ে যায় রাতে
হাতড়াই সাতরাই জোছনার সাথে।
আষাঢ় সাঁঝের বেলা হয় যদি কালো
চুপিচুপি কাছে আসি, দীপ নাই?  ভালো।
ভয় আছে? বাধা আছে? বাকানদী মেলা?
তার পরে চষি আয় কলাগাছ ভেলা।
মওসুমি আর নয় হবো বারোমাসি
আয় ভিজে বলা শিখি মেঘ ভালোবাসি


     এই বিভাগের আরো খবর