,

অস্পর্শিত ভালোবাসা

বেলাল মনজু

পাশে থাকার শর্ত বুঝি প্রধান
ভালোবাসা এমন করেই চলে?
হয় যদি কেউ দূরের অতি প্রিয়
‘ভালোবাসা’?  কী নাম তারে বলে।
চাওয়া পাওয়ার হিসাব বড় বেশি
এই ধরণীর এমন কেন সবে?
হিসাব ভুলে যেজন বাসে ভালো
‘ভালোবাসা’ কী নাম দেবে তবে।
ভিন্ন বাড়ি ভিন্ন পথও জানি
ভালোবাসার আকাশ তবু এক
চাঁদের মায়া কল্পলোকে ভারি
বন্ধুরে তুই একটুখানি দেখ।
পরঘরাণা কিংবা ছোট বড়
ভালোবাসা বাধ বাঁধে না তাতে
খুব ভালো কেউ বাসে যদি প্রিয়
না নিওনা কঠিন হিসাব খাতে।


     এই বিভাগের আরো খবর