,

কাঁদিস না

বেলাল মনজু

হঠাৎ যদি ঘুম ভেঙে যায় মধ্যরাতে
একলা একা লাগে যদি
আমায় মনে জাগে যদি
ওয়ালে গিয়ে পড়িস আমার পদ্য রাতে।
তখন যদি খুব বেশি হয় বৃষ্টি রাতে
আমায় মনে আঁকোস যদি
জানলা খোলা রাখোস যদি
কাব্যধারা দেখতে রাখিস দৃষ্টি রাতে।
কিংবা যদি আধার এসে গুমোট ভরে
মনের মাঝে খুঁজে দেখিস
চক্ষু দুটো বুজে দেখিস
জোছনা হবো কুড়িয়ে নিস দু’মুঠ ভরে।
কাঁদিস-না মন  রাতের বেলা কল্প করে
এইতো রাতের তারা আমি
তুই-তে আজও হারা আমি
দু’জন মিলে রাত পোহাবো গল্প করে।


     এই বিভাগের আরো খবর