,

হবিগঞ্জে প্রেমের টানে পালিয়ে যাওয়া কলেজ ছাত্রী শ্রী-ঘরে

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের উমেদনগর থেকে মাছ ব্যবসায়ীর হাত ধরে প্রেমের টানে পালিয়ে যাওয়া কলেজ ছাত্রী ঠিকানা হল শ্রী-ঘরে। এ ঘটনায় ওই এলাকায় সরালো আলোচনা ঝড় বইছে। পুলিশ সূত্রে জানা যায়, উমেদনগরের লুৎফুরের কন্যা শচীন্দ্র কলেজের এইচএসসির ছাত্রী সুলতানা আক্তার চুমকি (১৭) এর প্রেমের সম্পর্ক চলে আসছে একই এলাকার আব্দুস শহীদের পুত্র মাছ ব্যবসায়ী মুজিবুর রহমান পুলাশ (২৫) এর। এদিকে, একজন আরেকজনকে কাছে পেতে দিওয়ানা হয়ে উঠে। সারাদিনের মাছ ব্যবসার লাভের টাকা নিয়ে মুজিবুর ও চুমকি বিভিন্ন স্থানে আনন্দ ভ্রমণ করে। বিষয়টি আঁচ করতে পারে চুমকির পরিবার সে কলেজ ছাত্রী হওয়ায় তাদের ভালবাসা মেনে নেয়নি। এদিকে চুমকিকে মুজিবুরের সাথে মেলামেশা করতে বারণ করা হয়। কিন্তু এ বাধা উপেক্ষা করে চুমকি চুপিসারে প্রেম চালিয়ে যায় মুজিবুরের সাথে। একদিন তা ধরা পড়ে মুজিবুরকে উত্যম মধ্যম ও দেয় চুমকির পরিবার। এদিকে তাদের ভালবাসার মাঝে দেয়া হয়ে দাড়ায় তার পরিবার। দেড় মাস আগে চুমকি ও মুজিবুর ঘর বাধার আশায় অজানার উদ্দেশ্যে পাড়ি জমায় এবং এফিডেভিটের মাধ্যমে তারা কোর্টে বিয়ে করে। সম্প্রতি তারা বাড়িতে আসে। এদিকে চুমকিকে হারিয়ে তার পরিবার মানসিক ভাবে ভেঙ্গে পড়ে। কোন উপায় না পেয়ে তারা আইনের আশ্রয় নেয়। এক পর্যায়ে চুমকির মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে চৌধুরী বাজার পুলিশ ফাড়ির এসআই রাজিব চক্রবর্তী গতকাল সোমবার সকাল ১০টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মুজিবুরের বাড়ি থেকে চুমকিকে উদ্ধার করে। এ সময় মুজিবুর পালিয়ে যায়। ওই দিনই চুমকির ডাক্তারী পরীক্ষা সদর হাসপাতালে সম্পন্ন হয়েছে। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়। এ ব্যাপারে রাজিব জানান, ভিকটিমকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।


     এই বিভাগের আরো খবর