,

হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মচারীদের বিরুদ্ধে ঔষধ বিক্রির অভিযোগ

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্মচারীদের বিরুদ্ধে ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে প্রায়ই রোগীদের স্বজন ও তাদের মাঝে বাক-বিতন্ডা ও হাতা-হাতির ঘটনা ঘটছে। হবিগঞ্জ জেলার একমাত্র চিকিৎসা কেন্দ্র সদর হাসপাতাল আর সেখানে যদি এমন অবস্থা হয় তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? একদিকে যেমন চিকিৎসার অবহেলা অন্যদিকে বাহির থেকে রোগীদের আনা ঔষধ আত্মসাত করা এ যেন ‘মরার উপর খরার ঘাঁ’। সেবা নিতে আসা রোগীরা জরুরী বিভাগে আসলে ডাক্তার ব্যবস্থাপত্র লেখার আগে দায়িত্বপ্রাপ্ত ব্রাদাররা নিজেরাই দামী-দামী ঔষধ লিখে নিয়োজিত দালালদের মাধ্যমে পছন্দমত ফার্মেসীতে পাঠিয়ে দেন। পরে ওই ঔষধ আনলে তা গোপনে রেখে সরকারী ঔষধ ব্যবহার করেন। হাসপাতাল সূত্রে জানা যায়, সরকারী সরবরাহে টিটেনাস, পেবিসন, বেক্সিনসহ বিভিন্ন প্রজাতির ইনজেকশন দেয়া হয়ে থাকে কিন্তু কতিপয় ব্রাদার ও তার সহযোগীরা এসব গোপনে রেখে রোগীদেরকে দিয়ে বাহির থেকে ক্রয় করিয়ে কৌশলে সরকারী ঔষধ ব্যবহার করে এ নিয়ে প্রতিদিন রোগীর স্বজনদের তাদের অপ্রীতিকর ঘটনা ঘটছে। এ ব্যপারে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ রতিন্দ্র চন্দ্র দেব জানান, বিষয়টি আমার জানা নেই, তবে এ রকম কিউ করলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।


     এই বিভাগের আরো খবর