,

হবিগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কেয়ার মেডিকেল সার্ভিসেস’

স্টাফ রিপোর্টার ॥ কম খরচে আন্তরিক সেবার নিশ্চয়তা নিয়ে হবিগঞ্জ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘কেয়ার মেডিকেল সার্ভিসেস’। গতকাল বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জ শহরের নতুর পৌরসভা সড়কের বিসমিল্লাহ কমপ্লেক্স শায়েস্তানগরে মিলাদ-মাহফিল দোয়া ও আলোচনা সভার মাধ্যমে অত্যাধুনিক চিকিৎসা সেবামূলক এ প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করে। এসময় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান সবুজ বলেন, শুধু ব্যবসার জন্যই নয়, মূলত মানবিক বিষয়টি মাথায় রেখেই ‘কেয়ার মেডিকেল সার্ভিসেস’ এর যাত্রা শুরু করেছে। যেখানে সব সকল পরীক্ষায় থাকবে ৩০% ছাড়। যা হবিগঞ্জে চিকিৎসাসেবা েেত্র এক অনন্য দৃষ্টান্ত। এছাড়া থাকছে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয়, নেবুলাইজেশন, ব্লাড প্রেশার পরিমাপ, ওজন ও উচ্চতা নির্ণয়, অতিদরিদ্র রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা এবং যাতায়াতে অপারগ রোগীদের বাসা থেকে সার্ভিস চার্জ ছাড়া ব্লাড কালেকশন ও ইসিজি করা।
সেই সাথে আছে নিয়মিত কনসালটেশন সার্ভিস ও সকল ধরনের স্বাস্থ্যসেবা পরীা। তিনি উন্নত বিশ্বের অত্যাধুনিক মেশিনে সঠিক মান অনুযায়ী রোগ নির্ণয়ের জন্য সবাইকে ‘কেয়ার মেডিকেল সার্ভিসেস হবিগঞ্জে’ এ আসার আহবান জানান। এসময় উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির সফলতা কামনা করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব জি কে গউছ, মাদার কেয়ার জেনারেল হাসপাতালের চেয়ারম্যান, অবসরপ্রাপ্ত সিভিল সার্জন মৌলভীবাজার ডাঃ মোঃ গোলাম রাজ্জাক চৌধুরী, কাউন্সিলর শেখ উম্মেদ আলী শামীম, সিলেট ভয়েস এর সম্পাদক জার্নালিস্ট সৈয়দ রাসেল, হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্য হুমাছুন কবির চৌধুরী শাহেদ, হযরত মাওলানা মুফতি আবু সাফওয়ান মোহাম্মদ আশরাফুল ওয়াদুদ, হযরত মাওলানা আব্দুল আলিম আল-কাদ্বরী, হযরত মাওলানা হাফেজ হাফিজুর রহমান দুলাল, হযরত মাওলানা হাফেজ জাকারিয়া আহমেদ, কেয়ার মেডিকেল সার্ভিসেস এর সকল ডিরেক্টরস বৃন্দ সহ অন্যান্য অতিথিবৃন্দ।


     এই বিভাগের আরো খবর