,

হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর

জুয়েল চৌধুরী ॥ হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থানে জমে উঠেছে জমজমাট জুয়ার আসর। এদের কর্মকাণ্ড দেখলে মনে হবে যেন, একেকটি মিনি ক্যাসিনো। প্রতিদিন সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত ওয়ানটেনসহ বিভিন্ন পদ্ধতিতে চলে জুয়ার এ আড্ডা। সেখানে বিভিন্ন স্থান থেকে আসা উঠতি বয়সী যুবক থেকে শুরু করে মধ্যবয়সী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যোগ দেন। শুধু তাই নয়, ভয়ঙ্কর বিষয় হলো জুয়ার খড়াল গ্রাসে ডুবে বে-পথে যাচ্ছে স্কুল পড়ুয়া কিশোররাও। আবার জুয়া খেলার পাশাপাশি চলে রাতভর মাদকসেবন। বারবার প্রতিবাদ করেও প্রতিকার পাচ্ছেন না এলাকাবাসী। উল্টো জুয়ারিদের হয়রানির শিকার হতে হচ্ছে তাদের। তবে প্রশাসন বলছে জুয়া ও মাদক নিরাময়ে নিয়মিত টহল দিচ্ছে আইনশৃংখলা বাহীনি। অনুসন্ধানে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার পইল, তেঘরিয়া, কাকিয়ারআব্দা, এড়ালিয়া, লস্করপুর, গোপায়া, লুকড়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রতিরাতেই বসে জুয়ার আসর। এর মধ্যে সবচেয়ে বেশি জুয়ার আসর বসে পইল ইউনিয়নের বিভিন্ন স্থানে। জুয়ারিরা ঘর-বাড়ি ছাড়াও হাওরে গিয়ে ত্রি-পাল টানিয়ে জমিয়ে তুলেন জুয়ার আড্ডা। পইল ইউনিয়নের গড়ের পাড় বুরুছতলা, লামা পইল, এড়ালিয়া মাঠের পাশের একটি বাড়ি ও খালের পাশে, তেঘরিয়া ইউনিয়নের পাঁচফাড়িয়া স্যুচগেট, ভাদৈ, নদীর চর, লুকড়া ইউনিয়নের চাঁন্দপুর, গরুবাজার এলাকায় জুয়ার আসর বসে বলে অভিযোগ স্থানীয় লোকজনের। জেলার প্রতিটি জুয়ার আসরেই বিভিন্ন স্থান থেকে যুবক থেকে শুরু করে মধ্য বয়সীরা পর্যন্ত অশংগ্রহণ করেন। প্রশানসন ট্যাগেল দেয়ার নামে প্রতিটি জুয়ার আসর থেকে দৈনিক/মাসোয়ারা নিচ্ছেন সুশীল সমাজের পরিচয়ধারী এক শ্রেণির অসাধু লোক। যাদের মধ্যে রয়েছে ক্ষমতাশীন রাজনৈতিক দলের নেতা-কর্মী, সমাজসেবক, নামধারী সাংবাদিক ও মানবাধিকার কর্মীও। আইনশৃংখলা বাহীনির কিছু অসাধু সদস্যরাও জুয়ারিদের কাছ থেকে মাসোয়ার নেন বলেও অভিযোগ রয়েছে।
এ সমস্ত অনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ায় এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। পাশাপাশি ধ্বংস হয়ে যাচ্ছে অনাগত ভবিষ্যৎ। বিভিন্ন স্থানে স্কুল পড়ুয়া শিক্ষার্থীরাও জড়িয়ে পড়ছেন জুয়া ও মাদকের খড়াল গ্রাসে। জুয়া ও মাদকের টাকা জোগার করতে গিয়ে মা-বাবাকে নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই পর্যন্ত করছে এসব শিক্ষার্থীরা। তাদের উৎপাতে বাড়ির আঙ্গিনায় ফলানো শাক-সবজি ও মাছ পর্যন্ত রাখতে পারছেন না অনেকে।


     এই বিভাগের আরো খবর