,

শায়েস্তাগঞ্জ পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া, এলাকাবাসীর আগ্রহে মেয়র পদে প্রার্থী হচ্ছেন ফজল উদ্দিন তালুকদার

সৈয়দ আখলাক উদ্দিন মনসুর ॥ শায়েস্তাগঞ্জ পৌরসভা ২০১৫ সালে ৫ম পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের অধীনে আগামী ডিসেম্বর মাসে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভবনা রয়েছে। এ নির্বাচনকে সামনে রেখে শায়েস্তাগঞ্জ পৌরসভায় বইছে নির্বাচনী হাওয়া। মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর প্রার্থীরা বিভিন্ন কৌশলে নির্বাচনী প্রচারণায় মাঠে চষে বেড়াচ্ছেন। ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন সামাজিক অনুষ্ঠান ও গণসংযোগ। এই পরিস্থিতিতে বেশ জমেছে নির্বাচনী মাঠ। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, স্থানীয় ওয়েব পোর্টাল গুলোতে ও চলছে ডিজিটাল প্রচারণা। আসন্ন পৌর নির্বাচনে হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি, বর্তমান শায়েস্তাগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি, ওয়ার্কসপ এরিয়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ ফজল উদ্দিন তালুকদার এলাকাবাসীর আগ্রহে এবং শায়েস্তাগঞ্জ পৌরবাসীকে একটি অত্যাধুনিক নাগরিক সুযোগ-সুবিধা সম্মলিত পৌরসভা উপহার দিতে তিনি মেয়র পদে প্রার্থী হবেন। তিনি এ প্রতিনিধিকে বলেন, মৃত্যুর পূর্ব মুহূর্ত পৌরবাসী মুখে হাসি ফুটিয়ে কাজ করে যেতে চাই কিন্তু সকল ধর্মের মানুষ যাতে সুখে শান্তিতে থাকতে পারে। মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি সে জন্যে তিনি পৌরসভা প্রত্যেক ওয়ার্ডে গণসংযোগে তৃর্ণমূল মানুষের কাছে এ কথা বলেন। এজন্য তিনি সকলের কাছে সার্বিক সহযোগিতা দোয়া ও আর্শীবাদ চেয়েছেন। তিনি বলেন, আগামী পৌর নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশি এবং বিপুল ভোটে নির্বাচিত হবেন বলে আশাবাদী। এদিকে উন্নয়নের স্বার্থে মোঃ ফজল উদ্দিন তালুকদার নাম পৌরসভায় প্রত্যেক মহল্লায় ভোটারদের মুখে মুখে আলোচনার ঝড় বইছে। মহল্লায় মহল্লায় ভোটার নারীরা ফজল উদ্দিন তালুকদার নাম শুনলে ও পরিচয় নেই। গণসংযোগের সময় নারীরা পরিচয় পাচ্ছে। মোঃ ফজল উদ্দিন তালুকদার শায়েস্তাগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্রে বিরামচর গ্রামের তালুকদার বাড়ি সম্ভ্রান্ত পরিবারের সাবেক পঞ্চায়েত মুরুব্বী মরহুম আব্দুল মনানফ তালুকদার এর ছেলে এবং মরহুম আব্দুল কাদির তালুকদার এর নাতি। ফজলের পিতা মৃত্যুর পর বিভিন্ন ব্যবসা ও ঠিকাদারী যুক্ত হন। তিনি সততা হিসাবে ব্যবসা ও ঠিকাদারী পাশা পাশি প্রতিবছর শত শত হত দরিদ্র, ফকির-মিসকিনদেরকে সাহায্য ও সমাজ সেবায় জড়িত।


     এই বিভাগের আরো খবর