,

করোনা ভাইরাস থেকে বাঁচতে সর্বত্র মাস্ক ব্যবহারে বিকল্প নেই -এমপি আবু জাহির

স্টাফ রিপোর্টার ॥ সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এড. মোঃ আবু জাহির বলেছেন, করোনাভাইরাসের সংক্রমন এখনও শেষ হয়নি। এ ব্যাপারে উদাসীন হলে চলবে না। সংক্রমন থেকে বাঁচতে সর্বত্র মাস্ক ব্যবহার নিশ্চিতের কোন বিকল্প নেই। গতকাল শুক্রবার সন্ধ্যায় হবিগঞ্জ পৌরসভার দক্ষিণ মোহনপুর সুন্নী যুব সংঘের উদ্যোগে তাফসীরুল কোরআন সুন্নী মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এমপি আবু জাহির বলেন, যুব সমাজ হচ্ছে আমাদের শক্তি। এদেরকে ধর্মীয় অনুশাসনের আওতায় নিয়ে আসতে হবে। তাহলে তারা অপরাধ থেকে দূরে থাকবে এবং নিজে, নিজের পরিবার ও দেশকে এগিয়ে নিতে কাজ করবে। তিনি আরও বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গীবাদের জায়গা নেই। কিন্তু কিছু বিপথগামী লোক ইসলামের অপব্যাখ্যা দিয়ে সমাজে বিশৃংখলা ছড়াতে চায়। এরা ইসলামের শত্রু, সমাজের শত্রু। এদের ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। তখন তিনি তাফসীরুল কোরআন সুন্নী মহা সম্মেলন আয়োজনের জন্য দক্ষিণ মোহনপুর সুন্নী যুব সংঘকে ধন্যবাদ জানান। সম্মেলনে বিশেষ আকর্ষণ ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাচ্ছিরে কোরআন বি-বাড়িয়া ফয়জিয়া দরবার শরীফের পীর মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী। তিনি কবর সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে তাফসীর পেশ করেন। সম্মেলনস্থলে বিভিন্ন স্থান থেকে আসা দুই সহস্রাধিক মুসল্লী উপস্থিত ছিলেন। মুফতি গিয়াস উদ্দিন আত্-তাহেরী করোনা ভাইরাস পরিস্থিতিতে এমপি আবু জাহির এর সচেতনতামূলক কর্মকান্ড ও তাঁর রাজনৈতিক কর্মকান্ডের ভূয়সী প্রসংশা করেছেন। তাফসীরুল কোরআন মহা সম্মেলনে সভাপতিত্ব করেন মাহমুদুর রহমান আউলিয়া মিয়া আল ক্বাদরী। বিশেষ বক্তা ছিলেন আলহাজ্ব ফরিদ উদ্দিন ও মাও: আব্দুল মুকিত। সম্মেলন পরিচালনা করেছেন নবীগঞ্জ সরকারি কলেজের ইংরেজী বিষয়ের প্রভাষক শাহ ফুয়াদ ইমাম শোয়েব। সন্ধ্যায় এমপি আবু জাহির সম্মেলন স্থলে পৌঁছলে আয়োজকদের পক্ষ থেকে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।


     এই বিভাগের আরো খবর