,

আজ হবিগঞ্জে যথাযথ মর্যাদায় পালিত হবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী

জুয়েল চৌধুরী ॥ আজ হবিগঞ্জেও যথাযথ মর্যাদায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হবে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন। গতকাল মঙ্গলবার হবিগঞ্জের সরকারি বেসরকারি অফিস আদালতে আলোকসজ্জা করা হয়। এ ছাড়াও জেলা প্রশাসক নিমতলাসহ বিভিন্ন এলাকায় পরিস্কার-পরিচ্ছন্নতাসহ কর্মসূচির সকল প্রস্থতি সম্পন্ন করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ইশরাত জাহান। তিনি জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। সকল সরকারি-বেসরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারে উন্নতমানের খাবার সরবরাহ, কেন্দ্রীয় কর্মসূচি বড় পর্দায় সম্প্রচার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ, মুজিব বর্ষের প্রধানমন্ত্রীর স্মারকগ্রহণসহ পুনর্বাসিত ভূমিহীন পরিবারের মাঝে মিষ্টি বিতরণসহ গ্রহণ করা হয়েছে। তবে ব্যাকস সমিতির পক্ষ থেকে এ দিবসে দোকানপাট বন্ধ থাকবে বলে জানা গেছে। এ ছাড়াও সকল সরকারি অফিস আদালত বন্ধ করা হয়েছে। সকল আয়োজনে স্বাস্থ্যবিধি প্রযোজ্য।


     এই বিভাগের আরো খবর