,

নবীগঞ্জে জেলা প্রশাসক ইসরাত জাহান

তোফাজ্জল হোসেন/পিকলু দাশ ॥ হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, মহান মুক্তি যুদ্ধে নিবেদিত সৈনিকদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে দ্রুত গতিতে এগিয়ে চলেছে। হিংসা হানাহানি ভুলে গিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। কু-সংস্কার বাদ দিয়ে সচেতন থাকা দরকার। তাহলেই দেশ এগিয়ে যাবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সম্প্রীতির দেশ হিসেবে আত্ব মর্যাদায় সচেষ্ট হতে হবে। গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির দেয়া বক্তব্যে উপরোক্ত কথা বলেন। কুর্শি ইউপি চেয়ারম্যান আলী আহমদ মুসা’র সভাপতিত্বে ও মানবজমিনের স্টাফ রিপোর্টার এম এ বাছিতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা নির্বাহী অফিসার শেখ মহি উদ্দিন। উপজেলা চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল, সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, রিজভী আহমদ খালেদ, নবীগঞ্জ প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার শেখ আব্দুল গফুর, কুর্শি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল হাছান চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক শেখ ছইফা রহমান কাকলি, ইউপি সদস্য শাহ শামছুল ইসলাম সুজন, সংরক্ষিত মহিলা সদস্য রাজিয়া বেগম, সুব্রত দাশ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওঃ কাউসার আহমদ, গীতা পাঠ করেন সজল চন্দ্র দাস। আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।


     এই বিভাগের আরো খবর